মোঃ রাছেল:
কচুয়া থানা পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মোঃ বিল্লাল হোসেন (৩৮) ও ৫০ পিচ ইয়াবাসহ মোঃ শাহাদাত হোসেন রাশেদ (৩১) নামে দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে কচুয়া থানার এসআই মোঃ মামুনুর রশিদ সরকার মামুন সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার আশ্রাফপুর ইউনিয়নের আসামীদের বসত ঘরের বারেন্দায় তল্লাসী চালিয়ে ১ কেজি গাঁজা ও ৫০ পিচ ইয়াবাসহ মাদক কারবারিদের আটক করে। আটককৃত মোঃ বিল্লাল হোসেন ও মোঃ শাহাদাত হোসেন রাশেদ কচুয়া উপজেলার আশ্রাফপুর ইউনিয়নের বাসিন্দা।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মহিউদ্দিন বলেন, আসামীদের বিরুদ্ধে কচুয়া থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করে আদালতে সোপর্দ করার মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।