মোঃ রাছেল কচুয়া:
করোনা দুর্যোগের মধ্যে সংকটে পড়া দুই কৃষকের ধান কেটে দিয়েছেন চাঁদপুরের কচুয়া উপজেলা যুবলীগের নেতাকর্মীরা। শনিবার উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহজালাল প্রধান জালাল ও দপ্তর সম্পাদক মাঈন উদ্দিন সবুজের নেতৃত্বে নেতাকর্মীরা এই ধান কেটে দেন।
জানা যায়, চলমান দুর্যোগের মধ্যে কৃষকদের পাশে দাঁড়াতে দলের নেতাকর্মীদের নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সে নির্দেশনা অনুযায়ী যুবলীগের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক চলতি বোরো মৌসুমে কৃষকের ধান বাড়ি তুলতে দলের নেতা-কর্মীদের সহযোগিতা করার আহ্বান জানান।
তারই অংশ হিসেবে শনিবার উপজেলা যুবলীগের সভাপতি নাজমুল আলম স্বপনের নির্দেশনায় যুবলীগের সাধারণ সম্পাদক শাহজালাল প্রধান জালাল ও দপ্তর সম্পাদক মাঈন উদ্দিন সবুজের নেতৃত্বে ৪০ জন নেতাকর্মী উপজেলার কাদলা ইউনিয়নের পূর্ব মনপুরা গ্রামের কৃষক আব্দুল হাকিমের ৩৬ শতক ও চক মাহমুদপুর গ্রামের কৃষক বজলুর রহমানের ৬০ শতক জমির ধান কেটে দেন।