আতাউল করিম
কুয়েত-ইরাক প্রত্যাগত চাঁদপুর জেলা কমিটির উদ্যেগে গতকাল বৃহস্প্রতিবার দুপুরে কচুয়া উপজেলার লুন্তি রফিক মেম্বারের বাস ভবনে অনুষ্ঠিত হয়েছে। কুয়েত-ইরাক প্রত্যাগত চাঁদপুর জেলা কমিটির সভাপতি রফিকুল ইসলাম প্রধানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মো. খোরশেদ আলমের পরিচালনায় চাঁদপুর সদর, মতলব উত্তর, মতলব দক্ষিণ, শাহরাস্তি, ফরিদগনজ ও কচুয়া উপজেলা প্রতিনিধিগন বক্তব্য রাখেন। প্রকাশ- ১৯৯০ সালের ২রা আগষ্ট উপসাগরীয় যুদ্ধে ফেরত আসা কুয়েত-ইরাক বাংলাদেশী প্রায় ৭০ হাজার ক্ষতিগ্রস্ত শ্রমিক রয়েছে। এরমধ্যে চাঁদপুর জেলায় প্রায় ৪ হাজার, তারমধ্যে কচুয়া ও শাহরাস্তি উপজেলায় ৩ হাজারের মত রয়েছে। বাংলাদেশের জন্য জাতী সংঘের পাঠানো টাকা প্রত্যাগতদের স্ব-স্ব টাকা পরিশোধ করতে বাংলাদেশ সরকারের প্রতি অনুরোধ জানান বক্তরা।
কচুয়া কুয়েত-ইরাক প্রত্যাগতদের মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন সভাপতি রফিকুল ইসলাম প্রধান।