মোঃ রাছেল, কচুয়া প্রতিনিধি:
কচুয়ায় করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে নমুনা পরীক্ষার রিপোর্ট আসার পূর্বেই আব্দুস সালাম (৭০) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ও ৪ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। সে উপজেলা কড়ইয়া ইউনিয়নের সাহেদাপুর গ্রামের মজুমদার বাড়ির অধিবাসী।
করোনা উপসর্গ দেখা দেওয়ায় ৪ দিন আগেই নমুনা দিয়ে ছিলেন পরীক্ষার জন্য। গত রবিবার সন্ধ্যায় তিনি মৃত্যুবরণ করেন।
নতুন ১ জন সহ উপজেলায় করোনার আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৩ জন। তন্মমধ্যে মৃতের সংখ্যা ৬ জন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: সালাহ্ উদ্দিন মাহমুদ এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গত ২ জুলাই আব্দুস সালামের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। সোমবার তার করোনা পজিটিভ আসে।
সূত্র জানায়, সোমবার ০৫ টি রিপোর্ট আসে। তন্মমধ্যে নতুন ১ জন পজিটিভ আর ৪ জন নেগেটিভ।