মোঃ রাছেল, কচুয়া প্রতিনিধি:

করোনা যুদ্ধে জয়ী চাঁদপুরের কচুয়া থানার এসআই মোস্তফা কামালকে ফুল দিয়ে বরণ করে নিলেন কচুয়া থানা পুলিশ কর্মকর্তারা।
গত ১৮মে কচুয়া থানার এসআই মোস্তফা কামাল সহ ৮জন পুলিশ কর্মকর্তার নমুনা সংগ্রহ করে করোনা পজিটিভ আছে কিনা পরীক্ষার জন্য পাঠানো হয়। পরীক্ষায় এসআই মোস্তফা কামালের রির্পোট পজিটিভ আসে। রিপোর্ট প্রাপ্তির পরপরই গত ২৩মে এসআই মোস্তফা কামালকে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা আইসোলেশন ইউনিটে ভর্তি করানো হয়।
তিনি মনে অদম্য সাহস নিয়ে আইসোলেশন ইউনিটে ১০দিন যাবৎ চিকিৎসা গ্রহণ করে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠলে কচুয়া থানার অন্যান্য পুলিশ কর্মকর্তারা তাকে সোমবার বিকালে ফুল দিয়ে বরণ করে নেন।
এসময় উপস্থিত ছিলেন, কচুয়া থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) ইব্রাহিম খলিল, এসআই লিলুছুর রহমান, এএসআই শফিকুল ইসলাম, নাজির প্রমুখ।
এদিকে করোনায় আক্রান্ত এসআই মোস্তফা কামাল সম্পূর্ণ সুস্থ হয়ে উঠায় কচুয়া থানার পুলিশ স্বস্তির বোধ করেছে।