নিজস্ব প্রতিনিধিঃ
কচুয়া উপজেলার গোহট উত্তর ইউনিয়ন এর বড়তুলাগাঁও গ্রামের ইউপি মেম্বারের হাতে প্রহার হয়েছেন কৃষক মোঃ হেলাল। শুক্রবার বিকালে বড়তুলাগাঁও গ্রামের প্রধানীয়া বাড়ীর চায়ের দোকানের সামনে ঘটনাটি ঘটে।
জানা যায়, উপজেলার বড়তুলাগাঁও গ্রামের মোঃ হেলাল (৩১) হোসেনের সাথে দীর্ঘ দিন যাবৎ ধরে টাকা নিয়ে একই এলাকার স্থানীয় ইউপি মেম্বার আব্দুল হক (৪৬) সাথে মত বিরোধ চলে আসছে।
এ ঘটনায় মোঃ হেলাল বাদী হয়ে কচুয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে। দায়ের করা অভিযোগ উল্লেখ আছে বাদী হেলাল শুক্রবার বিকালে পাশর্বতী একটি দোকনে বসে কথার্বাতা বলছিল। এমন সময় বিবাদী আব্দুল হক মেম্বার ও তার ভাড়া করা ৩/৪ জন সন্ত্রাসী হেলালের উপর অতর্কিত হামলা চালায়। তাঁর ডাক চিৎকারে আশে পাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে কচুয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
দায়ের করা অভিযোগের প্রেক্ষিতে তদন্তকারি কর্মকর্তা এএস আই রাহাত জানান, অভিযোগ পেয়েছি। সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।