মোঃ রাছেল, কচুয়া প্রতিনিধি:
চাঁদপুরের কচুয়া উপজেলার গোহট উত্তর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হাই মুন্সি করোনায় আক্রান্ত হয়েছেন। সোমবার স্কয়ার হাসপাতালের ল্যাবে নমুনা পরীক্ষায় আব্দুল হাই মুন্সির করোনা শনাক্ত হয়। তিনি বর্তমানে স্কয়ার হাসপাতালে করোনা ইউনিটের আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় আছেন।
সোমবার রাতে তাঁর বড় ছেলে উপজেলার গোহট উত্তর ইউনিয়নের যুবলীগের সভাপতি সাইফুল ইসলাম এ বিষয়টি নিশ্চিত করে তার পিতার জন্য এলাকাবাসী সহ কচুয়াবাসী সকলের কাছে দোয়াপ্রার্থী ।
রবিবার রাতে তাঁর হার্টের সমস্যা ও শারীরিক ‘দুর্বলতা’ নিয়ে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তির পর করোনাভাইরাসের পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করে পাঠানো হয়। পরীক্ষায় তার করোনা পজিটিভ আসে।