আতাউল করিম:
সুন্নি মতাদর্শের সংগঠন বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাআত কচুয়া উপজেলার শাখার নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দের অভিষেক অনুষ্ঠান ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকালে কচুয়া বঙ্গবন্ধু সরকারি কলেজ মাঠে এই অভিষেক ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাআত কচুয়া উপজেলা শাখার সভাপতি মুহাদ্দিস হযরত মাওলানা মাসউদ হোসাইনের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক হযরত মাওলানা আবুল হাশেম শাহ মিয়াজী’র উপস্থাপনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান আলহাজ্ব আল্লামা সৈয়ত মোহাম্মদ বাহাদুর শাহ মোজাদ্দেদী। এছাড়া কেন্দ্রীয় কমিটির শ্রম বিষয়ক সম্পাদক মাওলানা নাসির উদ্দিন মাহমুদ, সদস্য মাওলানা আবদুল আউয়াল খান, ইসলামী ফ্রন্ট কচুয়া শাখার সভাপতি শ্রীরামপুর আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নুরুল আলম মজুমদার, ইসলামি ফাউন্ডেশন কচুয়া অফিসের প্রধান কর্মকর্তা মোহাম্মদ হাসান মিয়া, মাওলানা মো. সামছুজ্জামান, বীর মুক্তিযুদ্ধা আবদুল হালিম, সংগঠনের কচুয়া শাখার সহ সাধারণ সম্পাদক আবদুল মান্নানসহ অনেকে বক্তব্য রাখেন।