কচুয়া সংবাদদাতা:
কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী শাজুলিয়া দরবার শরীফে মাদরাসা-ই শাজুলিয়ার হিফজ বিভাগের ২৬জন শিক্ষার্থীদের সবক অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার মাদরাসা-ই শাজুলিয়ার মুহতামিম শাহ মুহাম্মদ আতাউল্লাহ শাজুলির সভাপতিত্বে ও হাফেজ আব্দুল্লাহ মাসুদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে সবক প্রদান করেন, শাজুলিয়া দরবার শরীফের পীর আবুল হাসান শাহ মুহাম্মদ রুহুল্লাহ শাজুলি।
প্রধান বক্তা হিসেবে আলোচনা পেশ করেন, দরবার শরীফের নায়েবে মোন্তাজেম আবুল হাসান শাহ মুহাম্মদ নুরুল্লাহ শাজুলি। প্রধান আকর্ষন হিসেবে কেরাত পাঠ করেন, বিশ্বসেরা হাফেজ ক্বারী মো. আব্দুল্লাহ আল মামুন।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, নিশ্চিন্তপুর ডিএস কামিল মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা নূর আহামদ আজাদী, শাজুলিয়া দরবার শরীফের মুবাল্লিগ মুফতী মাছুম বিল্লাহ বেলালী, কচুয়া বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির সভাপতি জাকির হোসেন বাটা, উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষক সমিতির সভাপতি ওমর খৈয়াম বাগদাদী রুমি প্রমুখ। পবিত্র কোরআন তেলওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়ে বিশেষ দোয়া ও মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি হয়।