মোঃ রাছেল, কচুয়া প্রতিনিধি:

চাঁদপুরের কচুয়ার কৃতি সন্তান কুমিল্লা জেলার বাঙ্গরা বাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান তালুকদার করোনায় আক্রান্ত হয়েছেন। গত ৫ জুন তার করোনা পজেটিভ রিপোর্ট আসে। তার সুস্থতার জন্য তিনি সকলের কাছে দোয়া চেয়েছেন।
এই মহামারী করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে তিনি বহুমুখী কর্মসূচি পালন করেন। এবং বাঙ্গরা বাজার থানার জনগনের জন্য করোনা ভাইরাস সংক্রমণের শুরু থেকে জীবনের ঝুঁকি নিয়ে থানার সকল দায়িত্ব ও কর্তব্য পালন করে যাচ্ছেন।
ওসি কামরুজ্জামানের সুস্থতা কামনা করে কড়ইয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বকর মিয়াজী ইউনিয়নের সকল মসজিদে দোয়া মিলাদের আয়োজন করেন।
উল্লেখ্য, ওসি কামরুজ্জামান কচুয়া উপজেলা কড়ইয়া ইউনিয়নের পূর্ব কালচোঁ গ্রামের মৃত ইদ্রিস তালুকদারের সুযোগ্য সন্তান। তিনি কচুয়ার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান দরবেশগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ১৯৯২ সালে এসএসসি ব্যাচের ছাত্র ছিলেন।