মোঃ রাছেল,কচুয়া প্রতিনিধি:
চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ তদন্তকারী কর্মকর্তা হিসেবে পুরস্কার পেয়েছেন নোয়াখালী জেলার চরজব্বার থানার উপ পরিদর্শক (এসআই) সালাহ উদ্দিন মাসুদ। বৃহস্পতিবার ডিআইজি চট্টগ্রাম রেঞ্জ কার্যালয়ের অনুষ্ঠানে সালাহ উদ্দিন মাসুদ পুরস্কার গ্রহণ করেন। ক্লু-লেস মামলার রহস্য উদঘাটন, তদন্ত ও হত্যাকা-ের মূল আসামিকে গ্রেফতারসহ আলামত উদ্ধারের জন্য তাকে পুরস্কৃত করা হয়।
পুরস্কার পেয়ে সালাহ উদ্দিন মাসুদ বলেন, বাকি কর্মজীবনের পুরো সময় পুলিশ হিসেবে সাধারণ মানুষের পাশে থাকতে চাই।
নোয়াখালী জেলা পুলিশ সুপার আলমগীর হোসেন বলেন, সততা ও ন্যায়নীতির সঙ্গে কাজ করলে সফলতা আসবেই। এরূপ স্বীকৃতির ফলে পুলিশের মনোবল, পেশাদারিত্ব ও কর্মোদ্দীপনা আরো বৃদ্ধি পাবে। আগামীতে এ সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখতে অধিক উৎসাহ নিয়ে পুলিশ কাজ করে যাবে।
প্রসঙ্গত, এসআই সালাহ উদ্দিন মাসুদ ২০০৬ সালের অক্টোবরে পুলিশ বাহিনীতে যোগ দেন। তিনি চাঁদপুরের কচুয়া উপজেলার উত্তর কচুয়া ইউনিয়নের দারচর গ্রামের সন্তান।