স্টাফ রিপোর্টার :
কচুয়ায় ১৪ বছরের এক স্কুল শিক্ষার্থী নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। শুক্রবার ৯ নং কড়ইয়া ইউনিয়নের বড় হায়াৎ গ্রাম থেকে মেয়েটি নিখোঁজ হয়ে যায়।
স্কুলছাত্রী বড় হয়ায়ৎপুর গ্রামের আবু হানিফের মেয়ে।
পারিবারিক ভাবে জানা যায়, মেয়েটি শুক্রবার দুপুরে বাড়ির পাশে ঘাস কাটতে যায়। সেখান থেকে দীর্ঘ দুই ঘন্টায় মেয়েটি বাড়িতে না ফেরায় বাড়ির লোকজন তাকে খোঁজাখুঁজি শুরু করে। শেষে ঘাস কাটার স্থলে গেলে সেখানে গিয়ে মেয়েটির ওড়না, কাস্তে এবং ওঁড়া দেখতে পায় কিন্তু মেয়েটিকে পাওয়া যায়নি। পরে স্থানীয়রা ঘটনাস্থলে মেয়েটিকে অনেক খোঁজাখুঁজি করেও পায়নি। এমনকি ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে ঘুরে মেয়েটির হদিস পায়নি। এ ঘটনায় কচুয়া থানায় একটি অভিযোগ করা হয়েছে।
স্থানীয় ইউপি মেম্বার মানিক মিয়া জানান, মেয়েটি আমার মামাতো বোন। তাকে কেউ খুঁজে পেলে যেন আমাদের পরিবারের সাথে যোগাযোগ করেন।
৯ নং কড়ইয়া ইউনিয়নের চেয়ারম্যান আহসান হাবীব, মেয়েটিকে উদ্ধারের সর্বোচ্চ চেষ্টা চলছে।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওয়ালিউল্লাহ অলি জানান, মেয়েটিকে উদ্ধারের সর্বোচ্চ চেষ্টা চলছে। ইতিমধ্যে দুই জনকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে