স্টাফ রির্পোটার
চাঁদপুরের কচুয়ায় প্রশাসনের বিধি নিষেধ অমান্য করে হাটবাজারে ঘোরাফেরা করায় ও দোকান খুলা রাখায় ১২ ব্যক্তিকে অর্থদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসন, সেনাবাহিনী ও পুলিশের যৌথ পর্যবেক্ষণকালে পৌরসভা, সুবিদপুর,আকানিয়া,নলুয়া বাজার,ডুমরিয়া এলাকায় তাদের জরিমানা করা হয়। আদালত পরিচালনা করেন এসিল্যান্ড ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এটি মিত্র চাকমা।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, করোনাভাইরাসের বিস্তার রোধে প্রতিদিন প্রশাসন, সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে জনসাধারণকে অকারণে হাটবাজারে ঘোরাফেরা না করার প্রচারণা চালিয়ে যাচ্ছে। এরপরও মানুষ নিষেধাজ্ঞা না মেনে অপ্রয়োজনে হাটবাজারে ঘোরাফেরা করছিল।
বৃহস্পতিবার সকালে প্রশাসন, সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে পর্যবেক্ষণ শুরু করে। এইসময় কোনো কারণ ছাড়া হাটবাজার ও সড়কে ঘোরাফেরা করার কারণে ও সরকারি নির্দেশনা অমান্য করে দোকান খোলা রাখায় ৪ ব্যবসায়ী ও ০৮ জন পথচারীকে মোট ৮,৫৫০/- টাকা অর্থদন্ড প্রদান করেন। দন্ডিতরা সকলে নিষেধাজ্ঞা অম্যান্য করে হাটবাজারগুলোতে ও সড়কে ঘোরাফেরা করছিলেন। কয়েকজন সরকারি নির্দেশ অমান্য করে দোকান খুলেন। এজন্য তাদেরও জরিমানা করা হয়।
এসিল্যান্ড ও নির্বাহী ম্যাজিস্ট্রেট
একি মিত্র জানান, ‘সামাজিক নিরাপদ দূরত্ব নিশ্চিতকল্পে উপজেলার বিভিন্ন স্থানে উপজেলা প্রশাসন, সেনাবাহিনী ও পুলিশের যৌথ টহল চালানো হয়। এসময় অযথা বাইরে ঘুরাঘুরি এবং সরকারি নির্দেশনা অমান্য করার কারণে মোবাইল কোর্ট পরিচালনা করে ১২ টি মামলায় ৮৫৫০ টাকা অর্থদন্ড আদায় করা হয়। এই অভিযান অব্যাহত থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন কচুয়া থানার চৌকস পুলিশ কর্মকর্তা এএসআই শফিকুল ইসলাম।