সাগর আচার্য্য:
‘মানুষ যদি সে না হয় মানুষ, দানব কখনো হয় না মানুষ’ ভূপেন হাজারিকার গাওয়া সেই গানের মতই যেন দানব রুপে মানুষ চারিপাশে ঘুরে বেড়াচ্ছে। ঠিক এমন একটি দানবীয় কাজ হয়েছে বাবুরহাট অঞ্চলে। চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের বাবুরহাট বাজার সংলগ্ন ব্রীজের পাশে অমানুষদের হাতে বলি হওয়া গাভীর একটি মৃত বাছুর (বাচ্চা) পরে থাকতে দেখা গেছে।
গত ১৯ জুলাই মঙ্গলবার সন্ধ্যার পর থেকেই স্থানীয় জনসাধারণ গাভীর মৃত বাচ্চাটি ব্রীজের পাশে দেখতে পায়। বাচ্চাটি মৃত অবস্থায় পরে থাকতে দেখে স্থানীয়রা হৈচৈ শুরু হলে ওই স্থানে উৎসুক মানুষ ভিড় জমান।
স্থানীয়রা জানান, গরুর বাছুরটি (বাচ্চা) এই ব্রীজের পাশে কে বা কারা ফেলে গেছে তা আমাদের জানা নেই। বাছুরটিকে এভাবে দেখতে আমাদের খুবই কষ্ট হচ্ছে। এই কাজটি যারা করেছেন তারা নিশ্চই মানুষের পর্যায়ে পরেনা এবং এই জঘন্যতম কাজটি যারা করেছেন তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিৎ। ক্যাপশনঃ
বাবুরহাট বাজার সংলগ্ন ব্রীজের পাশে পড়ে থাকা মৃত বাছুর। ছবি-সাগর আচার্য্য।