স্টাফ রিপোর্টার:
চাঁদপুর সদর উপজেলার ২নং আশিকাটি ইউনিয়নস্থ ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান এম এম নুরুল হক উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আলহাজ্ব এম এম নুরুল হক এর রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠান আয়োজন করে বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ। গতকাল ২৬ জুলাই বিদ্যালয়ের মনজুরুল হক শোয়েব মিলনায়তনে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও প্রতিষ্ঠাতার একমাত্র ছেলে আলহাজ্ব মনজুরুল হক শোয়েব এর সভাপতিত্বে ও বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আলী আহসানের পরিচালনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠানে সৃতিচারণ এবং কর্মজীবন নিয়ে বক্তব্য রাখেন বার্ড সংস্থার (এনজিও) চেয়ারম্যান ও ড্যাফোডিল ইউনিভার্সিটির অধ্যাপক ডক্টর মোঃ মোস্তাফা কামাল, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কামাল হোসেন, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য আলহাজ্ব মনজুরা হক, বিদ্যালয়ের শিক্ষা উপদেষ্টা বিশিষ্ট লেখক জেসমিন মুন্নী, আশিকাটি ইউপি চেয়ারম্যান মোহাম্মদ বিল্লাল হোসেন পাটওয়ারী ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সাখাওয়াত হোসেন পাটওয়ারী। মিলাদ ও দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বার্ড সংস্থার (এনজিও) নির্বাহী পরিচালক মোহাম্মদ মাকছুদ হাসান, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য সেলিম পাটওয়ারী বাবুল, মোঃ জামাল মাল, ইউপি সদস্য মোঃ মহসিন মৃর্ধা সহ বিদ্যালয়ের শিক্ষক বৃন্দ ও ছাত্র-ছাত্রীরা। অনুষ্ঠানে বার্ড সংস্থার (এনজিও) চেয়ারম্যান ও ড্যাফোডিল ইউনিভার্সিটির অধ্যাপক ডক্টর মোঃ মোস্তাফা কামাল বলেন বার্ড সংস্থা হতে প্রতি বছর অত্র বিদ্যালয়ের ১০জন এসএসসি শিক্ষার্থীকে শিক্ষা বৃত্তি দেওয়া হবে। অনুষ্ঠান শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলওয়াত পাঠ ও মিলাদ এবং দোয়া পরিচালনা করেন মনজুরা ইসলামিয়া মাদ্রাসার মোহতামিম হাফেজ মাওঃ মোস্তফা হোসেন।