বিল্লাল ঢালী:
চাঁদপুর জেলা গোয়েন্দা শাখার ওসি রনজিত বড়ুয়ার মেয়ে মনীষা বড়ুয়া চৈতি এমবিবিএস ডিগ্রি অর্জন করেছে।
সোমবার (২৯ জুন) সকালে চীনের Three Gorges University কর্তৃপক্ষ এ ফলাফল প্রকাশের মাধ্যমে এত তথ্য জানা গেছে।
মনীষা বড়ুয়া চৈতি উপমহাদেশের প্রখ্যাত বৌদ্ধ কীর্তনীয়া ও সাতকানিয়ার শীলঘাটা গ্রামের কৃতি ব্যক্তিত্ব প্যারী মোহন বড়ুয়ার ছেলে বর্তমান চাঁদপুর ডিবি পুলিশের ওসি রনজিত বড়ুয়া এবং গৃহিনী শেলী বড়ুয়ার মেয়ে।
মনীষা ২০১২ সালে ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও ২০১৪ সালে চট্টগ্রাম সরকারি সিটি কলেজ থেকে জিপিএ-৫ পাওয়ার কৃতীর্ত অর্জন করেন। পরে স্কলারশিপ পেয়ে সুদূর চীনের Three Gorges University’তে ভর্তি হন।
চীনের Three Gorges University থেকে কৃতিত্বের সাথে এমবিবিএস ডিগ্রি অর্জন করেছেন মনীষা বড়ুয়া চৈতি।
শুধু তাই নয়, বিশ্বে স্বনামধন্য চীনের এই প্রসিদ্ধ বিশ্ববিদ্যালয়ের ২০১৪-১৫ শিক্ষাবর্ষে ‘টপ এক্সিলেন্ট ইন্টারন্যাশনাল গ্র্যাজুয়েট’ এ ৬ষ্ঠ স্থান নিয়ে মনীষা এমবিবিএস ডিগ্রি অর্জন করেছেন।
এছাড়াও ২০১৮ সালে মনীষা ‘মিস মোস্ট টেলেন্টেড’ হওয়ারও গৌরব অর্জন করেন।
মনীষার বাবা রনজিত বড়ুয়ার জানান, আমার মেয়ের জন্য সবার কাছে আর্শিবা্দ চাই। সে যেন মানুষের কল্যাণে কাজ করতে পারে।