স্টাফ রিপোর্টার:

অনলাইনে ২০২০ সালের এসএসসি, দাখিল, ভোকেশনাল ও সমমানের পরিক্ষার ফলাফল প্রকাশ করা হবে। দেশের স্বস্ব শিক্ষাবোর্ড সংক্রান্ত একটি নোটিশ জারি করেছে গত ২০ মে (বুধবার)।
নোটিশে উল্লেখ করা হয়, এবছর ফল প্রকাশের দিন ফলাফল প্রতিষ্ঠান সমূহে বেরণ করা হবে না।
ফল প্রকাশের দিন কোনো অবস্থাতেই শিক্ষা প্রতিষ্ঠনে শিক্ষার্থীদের জমায়েত করা যাবে না।
শিক্ষা প্রতিষ্ঠান সমূহ বন্ধ রাখতে হবে।
এসএমএস এর মাধ্যমে ফল পেতে
শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন করতে হবে।
এতে ফলাফল প্রকাশ হলে ফোনে রেজাল্ট অটোমেটিক চলে যাবে।
যেকোন নাম্বার থেকে প্রি রেজিস্টার করতে টাইপ: SSC<>BOARD (প্রথম তিন বর্ণ) <>ROLL<>YEAR & SEND TO 16222
SSC(স্পেস) Board (স্পেস) Roll( স্পেস) year এবং পাঠিয়ে দিন 16222 নাম্বারে।