স্টাফ রিপোর্টার
আন্তর্জাতিক সেচ্ছাসেবী সংগঠন এপেক্স ক্লাব অব চাঁদপুরের পক্ষ থেকে অদ্য শতাধিক অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
২০ জানুয়ারি (বৃহস্পতিবার) এপেক্স ক্লাব অব চাঁদপুরের চেয়ারম্যান ঘাট অস্থায়ী কার্যালয়ে এপেক্স ক্লাব অব চাঁদপুরের প্রেসিডেন্ট এডভোকেট নাজিমুল্যা বাপ্পীর সভাপতিত্বে ও এপেক্স ক্লাব অব চাঁদপুরের সেক্রেটারি শেখ মহিউদ্দিন রাসেলের পরিচালনা .অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন এপেক্স বাংলাদেশ এর জেলা, ৮ ডিজি এডভোকেট জাকির হোসেন ফয়সাল. বিশেষ অতিথি ছিলেন এপেক্স বাংলাদেশ এর লাইফ মেম্বার এডভোকেট রুহুল আমিন সরকার. আইপিপি এডভোকেট আবুল কালাম আজাদ. সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হাফেজ মাওলানা ওমর ফারুক. পিপি এডভোকেট এমরান হোসেন. পিপি এডভোকেট হারুন-অর-রশিদ. পিপি এডভোকেট জসিম উদ্দিন. সার্ভিস ডিরেক্টর এডভোকেট আব্দুল কাদের খান. ফেলোশিপ ডাইরেক্টর নারায়ণ চন্দ্র দে. সাজেন্ট এট আর্মস সাংবাদিক মনির হোসেন. ফ্লোর মেম্বার এডভোকেট আব্দুল হালিম পাটওয়ারী. এপেক্সিয়ান খোরশেদ আলম প্রমূখ।