স্টাফ রিপোর্টার:
কচুয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস-চেয়ারম্যান এডভোকেট হেলাল উদ্দিনের নামে ফেসবুকে একাধিক ভুয়া আইডি খুলেছে একটি চক্র। আর এর মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ নানান জনকে বিভিন্ন রকম এস এম এস পাঠিয়ে রাজনৈতিক এবং সামাজিকভাবে হেয় করার চেষ্টা করছে।
হেলাল উদ্দীনৈর ছোট ভাই কচুয়া উপজেলা ছাত্রলীগের সিনিয়র যুগ্ম আহ্ববায়ক সোহাগ উদ্দীন সম্প্রতি ফেসবুকে স্ট্যাটাস দিয়ে লিখেছেন, আমার শ্রদ্ধাভাজন অগ্রজ এডভোকেট হেলাল উদ্দিনের নামে একাধিক ভুয়া আইডি খুলে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ নানান জনকে বিভিন্ন রকম এস এম এস পাঠিয়ে রাজনৈতিক এবং সামাজিকভাবে হেয় করার চেষ্টা করতেছে । দয়া করে কেউ ভুল বুঝবেন না এবং এসব পেইক আইডি গুলো থেকে দূরে থাকবেন। এডভোকেট হেলাল উদ্দিনের ব্যক্তিগত আইডি সর্ম্পকে আমি ওনার ছোট ভাই হিসেবে অবগত আছি সেই আইডির ইমেল এবং পাসওয়ার্ড আমার জানা আছে। যারা এই ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন তাদেরসহ অচিরেই সেই আইডি গুলোর বিরুদ্ধে ব্যবস্হা নেওয়ার জন্য বি.টি.সি.এল এর কতৃপক্ষের সাথে কথা বলেছি।
ইনশাল্লাহ দ্রুত সময়ের মধ্যে সেই পেইক আইডি গুলোর বিরুদ্ধে ব্যবস্হা নেওয়া হচ্ছে বলে অবহিত করেছেন বি.টি.সি.এল কতৃপক্ষ।।
#শুধুমাত্র এই আইডিটি এডভোকেট হেলাল উদ্দিনের বাকিগুলো পেইক আইডি।।https://www.facebook.com/profile.php?
এ বিষয়েএডভোকেট হেলাল উদ্দিন বলেন, আমার বিরুদ্ধে যারা ভুয়া আইডি খুলেছে। এরা একটি কচক্রী মহল। শীঘ্রই আমি তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবো।