গাজী মোঃ ইমাম হাসান:
চাঁদপুর সদরের ষোলঘর উচ্চ বিদ্যালয়ের এডভোকেট কবির চৌধুরী কো-অপ্ট সদস্য নির্বাচিত হয়েছেন। শনিবার দুপুরে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি অ্যাডভোকেট হুমায়ুন কবীর সুমনের সভাপতিত্বে প্রধান শিক্ষক রেজাউল করিম এর পরিচালনায় বিদ্যালয়ের সভা অনুষ্ঠিত হয়। সবাই সকলের সিদ্ধান্ত মতে এডভোকেট কবির চৌধুরীকে কো-অপ্ট সদস্য নির্বাচিত করেন। এসময় বিদ্যালয়ের অভিভাবক সদস্য জাহাঙ্গীর আলম, মানিক চন্দ্র, শাহজান মিয়া, মোঃ নাছির উদ্দিন বেপারী, সংরক্ষিত মহিলা সদস্য খুকি বেগম, শিক্ষক প্রতিনিধি মোঃ মফিজুল হক, সুশীতল দাস, মহিলা শিক্ষক প্রতিনিধি মারুফা আক্তার উপস্থিত ছিলেন। এসময় বিদ্যালয়ের নবনির্বাচিত কো অপ্ট সদস্য এডভোকেট কবির চৌধুরী বিদ্যালয় পরিচালনা কমিটির সকলকে ধন্যবাদ জানান, এবং বিদ্যালয়ের শিক্ষার গুনগতমান বৃদ্ধির লক্ষ্যে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি অ্যাডভোকেট হুমায়ুন কবীর সুমন বলেন, চাঁদপুর ষোলঘর আদর্শ উচ্চ বিদ্যালয় একটি ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান, এ বিদ্যালয়ের পরিচালনা কমিটি ও শিক্ষকরা শিক্ষার বিদ্যালয়ের শিক্ষার গুণগত মান বৃদ্ধির জন্য নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন, এ বিদ্যালয়ের সুনাম দিন দিন বৃদ্ধি পাচ্ছে, শিক্ষার গুণগতমান অব্যাহত রাখার জন্য সব সময় কাজ করবেন বলে জানান।