মোহাম্মদ ইকবাল হোসেন
এটি মাননীয় প্রধানমন্ত্রীর একটি মানবিক উদ্যোগ। এই অর্থ যদি দুস্থ ও শ্রমিক পরিবার পায় তাহলে তাদের পরিবারের একটা স্বচ্ছতা আসবে। তাদের দুঃখ কষ্ট হয়তো কিছুটা কমবে এবং তারা কিছুটা স্বাচ্ছন্দে চলতে পারবে। এই অনুদান দুস্থ শ্রমিক পরিবারের সদস্যগণের চিকিৎসা ও তাদের ছেলেমেয়েদের লেখাপড়ার জন্য সহায়ক ভূমিকা পালন করবে। গতকাল সোমবার সকাল সাড়ে ১০টায় শ্রম কল্যাণ কেন্দ্র বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন হতে বরাদ্দকৃত আর্থিক সহায়তা চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আব্দুল্লাহ আল মাহমুদ জামান এসব কথা বলেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কুমিল্লার আঞ্চলিক শ্রম দপ্তরের উপপরিচালক মোঃ মনিরুজ্জামানের।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার সানজিদা শাহনাজ, চাঁদপুর পৌরসভার প্যানেল মেয়র ও ১নং ওয়াড কাউন্সিলর মোহাম্মদ আলী মাঝি, নতুন বাজার পুলিশ ফাড়ির পুলিশ পরিদর্শক মো: জাহাঙ্গীর আলম, চাঁদপুর জেলা শ্রমিকলীগের ভারপ্রাপ্ত সভাপতি মো: মাহবুবুর রহমান ও সাধারণ সম্পাদক মো: ওহীদুল ইসলাম। উল্লেখ্য উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথির মাধ্যমে ১৭টি দুস্থ ও শ্রমিক পরিবারকে প্রধানমন্ত্রীর আর্থিক অনুদান হিসেবে ৫ লাখ ৫০ হাজার টাকার চেক বিতরণ করা হয়।