তুহিন ফয়েজ
মতলব উত্তর উপজেলার এখলাছপুর ইউনিয়নে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে কম্বল ও চাল বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার বেলা ১২টায় ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ৪শ শীতার্ত পরিবারের মাঝে এই কম্বল বিতরণ করা হয়।
এছাড়া সকাল ১১টায় গরিব অসহায় ১শ পরিবারের মাঝে ১০ কেজি করে জিআর চাল বিতরণ করা হয়। সামাজিক দুরুত্ব বজায় রেখে চাল ও কম্বল বিতরণকালে এখলাছপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মফিজুল ইসলাম মুন্না ঢালী বলেন, মহামারী করোনার হাত থেকে বাঁচতে হলে সবাইকে মাস্ক পরতে হবে এবং সকলকে প্রধানমন্ত্রীর নির্দেশ ও স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।
তিনি বলেন, সুরক্ষিত থাকতে অবশ্যই মাস্ক ব্যবহার করবেন। অসুস্থ বোধ করলে দ্রæত চিকিৎসকের পরামর্শ নিবেন আপনার পরিচিত কেউ আক্রান্ত মনে হলেও দ্রুত চিকিৎসার ব্যবস্থা নিবেন এবং সবাই সামাজিক দুরুত্ব বজায় রেখে চলাচল করবেন।
এসময় উপস্থিত ছিলেন, ট্যাগ অফিসার ও মতলব উত্তর উপজেলার জনস্বাস্থ্য প্রকৌশলী সজীব চন্দ্র দাস, এখলাছপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মফিজুল ইসলাম মুন্না ঢালী, সচিব করিম আহাম্মদ দীপু, ইউপি সদস্য মোঃ জাহাঙ্গীর আলম, মিজানুর রহমান, গোলাম হোসেন, মিজানুর রহমান, আবু নাছের, মোঃ শাহ আলম, সংরক্ষিত মহিলা সদস্য নাজমা বেগম, রোকেয়া আক্তার জর্না, শাহানারা বেগমসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।