মোঃ হোসেন বেপারী
এক খিলি পান বিক্রিয় হচ্ছে ৩০০ টাকা দামে। অবাক হতে পারেন আপনিও। অবাক হওয়ারই কথা যে ১ বিড়া (৭২ পিচ) পান কেনা যায় যেখানে ৫০ টাকায়।
সেখানে মাত্র এক খিলি পানের দামই ৩০০ টাকা। হ্যা এমনই এক পান দোকানীর দেখা মিলেছে হাজীগঞ্জ উপজেলার মোহাম্মদপুর পশ্চিম পাড়া ঈদগাহ মাঠের মাহফিলে। তার নাম বলরাম সাহা জী। তিনি হাজীগঞ্জ উপজেলার উত্তর কাশিমপুর সাহা জী বাড়ির মৃত কানু লাল সাহা জীর ছেলে। প্রায় ১৫ বছর ধরে বিভিন্ন ওয়াজ-মাহফিল, মেলা কিংবা বিয়ের অনুষ্ঠানে বিক্রয় করে থাকেন নানার ধরনের মসলা দিয়ে ১০ টাকা থেকে ৩০০ টাকা দামের পান।
ধনিয়া, কালো জিরা, মিষ্টি মসলা, মধুসহ নানান ধরনের মসলা আইটেম দিয়ে হরহামেশাই বানিয়ে পেলেন ১০ টাকা থেকে শুরু করে ৩০০ টাকার এক খিলি পান।
টেবিলের উপর সাঁজানো রং-বেরঙ্গের মসলায় মিষ্টি পান, আগুন পানসহ নানান ধরনের ১০ টাকা থেকে শুরু করে ৩০০ টাকা পর্যন্ত ১ খিলি পান। এই সুস্বাদু রং-বেরঙ্গের পান খেতে দোকানের চারপাশে ভিড় জমায় উৎসুক জনতা।
আগুন পান এক খিলি আগুন পান খেতে পারেন আপনি ৫০ টাকায়। পানে বিভিন্ন ধরনের মসলা দিয়ে পানের উপর আগুন ধরিয়ে মোড়কীকরণ করে আপনার মুখের মধ্যে দিয়ে দেওয়া হয়। প্রথমে একটু গরম অনুভব হলেও পরে আলাদা একটা ফ্লেভার পাওয়া যায় বলে জানান আগুন পান খেতে আসা এক যুবক।
বলরাম সাহা জী রা তিন ভাই, তিন বোন। বোনদের সকলের বিয়ে হয়েছে আর ভাইয়ের মধ্যে বিয়েতে করেন তার বড় ভাই।