স্টাফ রিপোর্টার:
চাঁদপুর এমএ খালেক মেমোরিয়াল হাই স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী নুশরাত জাহান মানবিক বিভাগ থেকে টেলেন্টপুলে বৃত্তি পেয়েছে। মানবিক বিভাগ থেকে বোর্ডে সে ২০তম স্থান অর্জন করেছে। এ বিভাগ থেকে চাঁদপুর জেলা বৃত্তি পেয়েছে মোট চার জন। এদের মধ্যে দুইজন চাঁদপুর মহিলা কলেজ ও অপরজন চাঁদপুর সরকারি কলেজের শিক্ষার্থী। নুশরাত জাহান কচুয়া উপজেলার ৯নং কড়ইয়া ইউনিয়নের বাসাবাড়িয়া গ্রামের আবু ইউসুফের মেয়ে। নুশরাত জাহানের এমন ফলাফলে খুশি তার পরিবার। সে ভবিষ্যতে সরকারের উচ্চপদস্ত কর্মকর্তা হতে চায়। নুশরাত সহপাঠি, অভিভাবক শিক্ষকসহ সবার দেয়া চেয়েছেন। প্রসঙ্গত, সদ্য প্রকাশিত এইচএসসির ফলের ওপর ভিত্তি করে কুমিল্লা শিক্ষাবোর্ডে বৃত্তি প্রাপ্তদের তালিকা প্রকাশ করা হয়েছে গত ২৭ মার্চ।