মোঃ সবুজ হোসাইন:
চাঁদপুর জেলার হাইমচর উপজেলার ৩নং দক্ষিণ আলগী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের খলিল হাজারীর ছেলে জয়নাল (২৮)। গত ৪ মাস যাবত প্যারালাইসিস হয়ে চিকিৎসার অভাবে বিছানায় পড়ে ছিলেন।
জানা যায়, জয়নাল একজন অটো চালক, গ্রামের সবাই তাকে ভালো ছেলে হিসেবে জানে। জয়নাল পূর্বে রিকশা চালিয়ে পরিবারের খরচ বহন করতো, কিন্তু বর্তমানে পায়ে চাপা রিকশায় মানুষ উঠতে চায় না বলে সে লোন করে কিস্তিতে একটি অটো রিকশা নেন। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, অটো কিনে মাস না পার হতেই, জয়নালের অটোর ব্যাটারী চুরি হয়ে যায় চাঁদপুর থেকে। এক দিকে লোনের টাকা মাস শেষে কিস্তি অন্য দিকে ইনকামের বাহনের এত বড় ক্ষতি আবার পরিবারের খরচ নানান চিন্তা মাথায় বসে টেনশনে জয়নাল ব্রেনস্টোক করে তার শরীরের একপাশ প্যারালাইজড্ হয়ে যায়। এতে তার পরিবার পরে বিপাকে। সাংসারিক খরচ চালাতে যেখানে ভিক্ষাবৃত্তি করতে হয় পরিবারকে সেখানে তার চিকিৎসার টাকা কোথায় পাবে। এমত অবস্থায় সাংবাদিক তারেক হোসাইনের সাথে দেখা হলে তার সম্পর্কে খোঁজ নিয়ে তাকে নিয়ে ফেসবুকে একটি পোস্ট করেন। আর সেই পোস্ট দেখে অসুস্থ জয়নালকে সহযোগিতা করার জন্য অনেকেই মতামত জানান। অসুস্থ জয়নালকে সাহার্য্যের জন্য আগ্রহ প্রকাশ করলে সাংবাদিক তারেক সেই অটো চালক জয়নালের মায়ের নাম্বার পোস্টে এড করে দেন। যার ফলে সমাজের সকল শ্রেণির মানুষ যার যার সামর্থ্য অনুযায়ী তাকে সাহার্য্য করেন।
সাংবাদিক তারেক হোসেনের পোস্টে সাড়া দিয়েছেন, বর্তমানে সেনাবাহিনীর চিকিৎসা দেন সি.আর.পি তে ডক্টর ফারুকুল ইসলাম। পূর্বে তিনি সি.আর.পি তে ছিলেন। তবে পাশাপাশি নিজের হসপিটাল মিরপুর ১১ তে ‘ইউনিক পেইন এন্ড প্যারালাইসিস সেন্টারে’ চিকিৎসা সেবা প্রদান করেন তিনি। তিনি বিনামূল্যে জয়নালের চিকিৎসায় সকল প্রকার সহযোগিতা করবেন বলে আশ্বাস দিয়েছেন।
এগিয়ে তাকে সাহায্য করতে এগিয়ে আসে এলাকার যুবসমাজ ও স্বেচ্চাসেবক সংগঠন। ‘সেচ্চাসেবক বøাড ও কল্যাণ সংস্থা’ নামক সংগঠনের এক ঝাঁক যুবক সাহার্য্য করেছেন ১০ হাজার টাকা দিয়ে। সব মিলিয়ে জয়নালের চিকিৎসার জন্য সাংবাদিক তারেক হোসাইন তাকে সঙ্গে করে ঢাকায় নিয়ে যান চিকিৎসার জন্য।
এমন সামাজিক কাজে সব সময় এলাকার যুবকরা পাশে থাকবেন বলেও কথা দিয়েছেন। সাংবাদিক তারেক হোসেনের এমন কাজে এলাকার সবাই খুশি, খুশি সেই জয়নালের পরিবারও।
পেছনের পাতায় নিচে এককলাম বক্স করে।্য
প্রকাশিত সংবাদের ব্যাখ্যা
বহুল প্রচারিত চাঁদপুর থেকে প্রকাশিত দৈনিক শপথসহ একাধিক পত্রিকায় গত ৭ সেপ্টেম্বর “হাজীগঞ্জে স্বাস্থ্য সহকারী কবির হোসাইনের বিরুদ্ধে করোনা ভ্যাকসিন বিক্রির অভিযোগ” শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। সংবাদকর্মীদের একটি পক্ষ স্বাস্থ্য সহকারী কবির হোসাইনের বিরুদ্ধে বিভ্রান্তিমূলক তথ্য দেয়। উক্ত সংবাদ উদ্দেশ্য প্রণোদিত। স্থানীয় একাধিক ব্যক্তির মাধ্যমে জানা যায়, স্বাস্থ্য সহকারী কবির হোসাইন দায়িত্ব পালন করতে গিয়ে ষড়যন্ত্রের শিকার হয়েছে। যার কোন উপযুক্ত প্রমাণ নেই। পত্রিকায় প্রকাশিত সংবাদে কবির হোসাইনের কোন বক্তব্য প্রকাশ করা হয়নি। তাই তিনি প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ জানিয়েছেন।