আন্তজার্তিক ডেস্ক :
বিশ্বে কড়া গোপনীয়তা রক্ষাকারী দেশ উত্তর কোরিয়া। অন্য দেশগুলো থেকে এ দেশটি বলতে গেলে বিচ্ছিন্ন।
বিশ্বে আর্থিকভাবে পিছিয়ে পড়া দেশগুলোর একটি উত্তর কোরিয়া। তাদের একমাত্র সহযোগী দেশ প্রতিবেশী চীন। সেদেশ থেকেই প্রয়োজনের ৮৫ শতাংশ সামগ্রী আমদানি করে উত্তর কোরিয়া। কিন্তু করোনা ভাইরাস ঠেকাতে জানুয়ারি মাসের শুরুতেই চীন সীমান্ত বন্ধ করে দেয় পিয়ংইয়ং। তাছাড়া, জুন মাসে দেশজুড়ে জরুরি অবস্থা জারি করা হয়। এর পাশাপাশি চীন সীমান্তের ২ কিলোমিটার আগে নতুন বাফার জোন তৈরি করা হয়। ফলে সীমান্ত দিয়ে চোরাচালান অনেকটাই বন্ধ হয়ে যায় এবং এর প্রভাবে জিনিসপত্রের দাম বেড়ে যায়।
সামরিক বিশেষজ্ঞরা মনে করছেন, দেশের করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবিলা করাই এখন কিমের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তাই এখনই বড় কোনো সামরিক পদক্ষেপ নেবে না পিয়ংইয়ং। কিন্তু সিএসআইএস প্রকাশিত একটি স্যাটেলাইট ছবি বিশ্লেষণ করে বিশেষজ্ঞরা বলছেন, নতুন করে মিসাইল পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে উত্তর কোরিয়া। নতুন মিসাইলটি সমুদ্রে লুকিয়ে থাকা সাবমেরিন থেকে ছোড়া সম্ভব। বিশ্বের হাতে গোনা কয়েকটি দেশের কাছে এমন মিসাইল রয়েছে। অর্থাৎ মহামারির মধ্যেও সামরিক ক্ষমতা বাড়ানোর দিকেই নজর উত্তর কোরিয়ার।