বিল্লাল ঢালী :
গত ১৫দিনে জেলার হত দরিদ্র দিনমজুর স্বল্প আয়ের ১৪ শ ৫৯টি পরিবারকে খাদ্য সহায়তা পৌছে দিয়েছে চাঁদপুর জেলা প্রশাসন। সবশেষ গতকাল রোববার ‘উপহার যাবে বাড়ি’ প্রোগামের আওতায় সকাল ১০টায় থেকে দুপুর ২ঘটিকা পর্যন্ত মোট কল রিসিভ করা হয়েছে ১৭৯ টি। তন্মধ্যে যাচাই বাছাই করে মোট ৮২টি পরিবারকে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার পৌঁছে দেয়া হয়েছে। প্রতি প্যাকেটে ছিল ৫ কেজি চাল,১ কেজি আলু , ১কেজি পেঁয়াজ, ১কেজি লবণ, ১কেজি আটা, ১প্যাকেট ডানো গুঁড়ো দুধ। প্রত্যেক প্যাকেটে লেখা ছিল “মাননীয় প্রধানমন্ত্রীর উপহার’ এ পর্যন্ত মোট ১৪৫৯ টি পরিবারকে এই প্রোগামের মাধ্যমে উপহার প্রদান করা হয়েছে। ২) জেলা প্রশাসকের কার্যালয় চত্ত্বরে চালু হওয়া সততা স্টোর থেকে আজ নিত্য প্রয়োজনীয় পণ্য ভর্তুকি মূল্যে ক্রয় করেছে ৭৫ টি পরিবার, যার মূল্য ২১,৫০০/ টাকা। এছাড়া জেলা প্রশাসক মহোদয়ের উদ্যোগে ‘দুঃস্থদের বিনামূল্যে খাবার’ এর আওতায় চাঁদপুর শহরের ৩টি খাবার হোটেলে আজ ৯৫ জন ভিক্ষুক, প্রতিবন্ধী ও দুঃস্থ মানুষ দুপুরের খাবার খেয়েছে।
আজ,
মঙ্গলবার , ২৮ মার্চ, ২০২৩ খ্রিষ্টাব্দ , ১৪ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ
শিরোনাম:
প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।