স্টাফ রিপোর্টার
চাঁদপুর সদর উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের উন্নতমানের আধুনিক হাই ও লো বেঞ্চ বিতরণ করা হয়েছে। গতকাল রোববার সদর উপজেলা পরিষদ মিলনায়তনে ‘উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের আওতায় ৪র্থ পর্যায়ে (২০১৯-২০) অর্থবছরে বিনোদনের মাধ্যমে আধুনিক আনন্দদায়ক লেখাপড়া ও পরিবেশ বান্ধব শ্রেনীকক্ষ নিশ্চিত কল্পে এসব সামগ্রী বিতরণ করা হয়। বিতরণকালে প্রধান অতিথির হিসেবে উপস্থিত ছিলেন, চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম নাজিম দেওয়ান।
অনুষ্ঠানে সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার সানজিদা শাহনাজের সভাপতিত্ব বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবিদা সুলতানা, উপজেলা প্রকৌশলী স্নেহাল রায়, উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর শেখ মোহাম্মদ হারুনুর রশীদ হীরা। এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত হয়ে হাই বেঞ্চ ও লো বেঞ্চ গ্রহণ করেন।