স্টাফ রিপোর্টার :
চাঁদপুর শক্ষিা প্রকৌশলী বভিাগরে উপ-সহকারী প্রকৌশলী নূূরে আলমরে উপর হামলার ঘটনায় কচুয়া থানায় মামলা দায়ের করা হয়েছে। শনিবার রাতে প্রকৌশলী নূর আলম বাদী হয়ে মামলাটি দায়ের করেন। কচুয়া থানার অফিসার ইনর্চাজ ওয়ালী উল্লাহ মামলার তথ্যটি নিশ্তিত করেন। মামলায় আসামী করা হয়েছে তিনজনকে। এদের মধ্যে উপজেলা চেয়ারম্যান শাহজাহান শিশির, তার সাথে থাকা ইমাম হোসেন ও জহরি হোসেন সহ আরো ১৫/২০ জনকে অজ্ঞাতনামা করে আসামী করা হয়েছে।
উল্লখ্যে, চাঁদপুর শিক্ষা প্রকৌশল অধদিপ্তররে অধীনে কচুয়া উপজেলা পরষিদ সংলগ্ন ৬ কোটি টাকা ব্যয়ে ‘কচুয়া শহীদ স্মৃতি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়’ এর একটি ৬তলা ভবনের নির্মান কাজ চলছে। ওই ভবনের ইতোমধ্যে এক তলার ছাদ ঢালাই কাজ শেষ হয়েছে। নতুন করে কাজ করার জন্য ঠিকাদার নতুন করে আবার নির্মান সামগ্রী এনেছেনে। ওই নির্মাণ সামগ্রীর মান যাচাই করার জন্য নির্মর্ণাধীন ভবনে গিয়েছেন উপ-সহকারী প্রকৌশলী নুর আলম। যাওয়ার সময় তিনি সাথে কচুয়া উপজলো নির্বাহী র্কমর্কতা (ইউএনও) দীপায়ন দাস শুভকে নিয়ে যান। প্রকৌশলী ও ইউএনও নির্মাণ সামগ্রী যাচাই করছিলেন হঠাৎ করে উপজেলা পরষিদ চেয়ারম্যান শাহজাহান শিশির তার লোকজন নিয়ে তাদরে উপর অর্তকতি হামলা চালায়।