সম্পাদকীয়:
দিন ছুটছে রাত ছুটছে চন্দ্র-সূর্য ঘূর্ণায়মান ছুটাছুটির জীবনে প্রকৃতি-অতিপ্রকৃতিক সবই ছোটার মধ্যে ব্যস্ত রয়েছে। এই ছুটাছুটির ব্যাপকতা সৃষ্টিলগ্ন থেকেই হয়ে আসছে। মানব জীবনে এই ছুটাছুটির শেষ নেই চলছে তো চলছেই। এখান থেকে ওখানে জীবনের তাগিদে। দৈনিক জীবনের নিত্যযুদ্ধ বাস্তবায়ন রাখার জন্য মানুষ প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। কাজের স্বার্থে মানুষ এক স্থান থেকে অন্য স্থানে অবস্থান করছে। এই অবস্থানের শুরু হয় সমাপ্তি হয় তবে কিছু সমাপ্তি স্থায়ী হয় কিছু সমাপ্তি অস্থায়ী হয় কিছু সমাপ্তি ক্ষণস্থায়ী হয়। এই ক্ষণস্থায়ী সমাপ্তির জন্য মানুষ ছুটে চলছে তো চলছেই। দৈনিক শপথ পত্রিকায় প্রকাশ রেকর্ড বিহীন মৃত্যু ১২ দিনে ৬৮১ জন মোটরসাইকেলে সবচেয়ে বেশি খবর প্রকাশ করেছে ১১ মে। এই ছুটে চলা মানুষের জীবনকে প্রলুব্ধ করে থামিয়ে যেন না দেয়। অনেক ইতিহাস এইটাতে অনেক অশ্রæ এইটাতে অনেক আনন্দ আনন্দের সাক্ষাতের অনেকদিন পরে দেখার পরিবেশে পৌঁছার জন্য মানুষ ছুটে বেড়ায় ছুটে চলে। কিন্তু চলার পথটুকু বর্তমান বাংলাদেশে নয় সারা পৃথিবীতেই তত সহজ নয়। যান্ত্রিক জীবনে সময়ের সাথে পাল্লা দিয়ে চলতে গিয়ে নানা রকম ঘটনার শিকার হয়ে পড়ে এক্সিডেন্ট এসব ঘটনাগুলো নীড়ে ফেরার পথযুদ্ধে লিপ্ত হয়ে পড়েছে। এ যুদ্ধের শেষ কোথায়, কোথায় গিয়ে থামবে কখন শেষ হবে এ ভাবনায় ভ্রমণের প্রতি মানুষের জীবনে আনন্দ-বেদনার হিসাবগুলো গুনতে থাকে। নীড়ে ফিরতে সময় লাগে সময়ের মধ্যে জীবনে অনেক হিসাব মিলিয়ে নেয় অনেক হিসেব কষতে কষতে ভিন্ন রকম পরিস্থিতির মধ্যে পড়ে জীবনের খেলা সাঙ্গ হয়ে যায়। যান্ত্রিক জীবনের মানুষ জলযান এবং সড়ক পথে বাংলাদেশের মানুষের বেশি আসা যাওয়া হয়। যাতায়াতের সময় বিভিন্ন দুর্ঘটনায় মানুষের জীবনে অনেক কিছুই পাল্টে যায়। তাই সরকার এবং সরকারের প্রশাসন যোগাযোগ ব্যবস্থা ও জনগণের নির্বিঘ্ন যাতায়াতের ব্যবস্থা কঠোর পদক্ষেপ নিতে হবে। যাতে যান্ত্রিক যন্ত্রগুলো ভালভাবে পরীক্ষা করে চালু করতে হবে। তার জন্য সরকারের উচিত সঠিক পর্যবেক্ষণ সঠিক পরীক্ষা সঠিক বাস্তবায়ন। এসবের সমন্বয়ে জনগণের ঘরে ফেরা আবার কর্মস্থলে ফিরে আসার সময়টা যেন কালো মেঘে ঢেকে না যায় সেদিকে সরকারের গুরুত্ব দিতে হবে। প্রকৃতির খেলা প্রকৃতির ছাপ সেটা থামানো সম্ভব হবে না। তবে সচেতনতার দিকটা প্রতীয়মান থাকতে হবে। সুরক্ষার ব্যবস্থার দিকটা প্রতীয়মান থাকতে হবে। এবারের ঈদে ঘরমুখো মানুষের সার্বিক তত্ত¡াবধানে সরকারের ব্যাপক প্রস্তুতি থাকা সত্তে¡ও ঘটনার অবতারণা হয়। বিশেষ করে এ সময় ভাড়ার টাকা দ্বিগুণ হয়ে যাওয়া, রাস্তায় ঘণ্টার পর ঘণ্টা জ্যামে পড়ে থাকা এসব যেন জীবনের আনন্দঘন সময় পার করার আগেই মানুষের মন ভেঙে চুরমার হয়ে যায়। তাই প্রশাসন এ বিষয়ে গুরুত্ব দিচ্ছে তো আরও গুরুত্ব দিয়ে সময় পার করতে হবে। জনগণের জানমাল হেফাজতের সত্যতা প্রকাশ থাকতে হবে। ঈদের আনন্দ হলো না। সময়ের মূল্য এবং জীবনের গুরুত্ব না দিলে যা হয় তা হয়েছে।