নজরুল ইসলাম আতিক/এইচ.এম নিজাম:

বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি বলেছেন চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ইউনিসেফ এবং সরকারের যৌথ উদ্যোগে অক্সিজেন প্লান্ট স্থাপিত হয়েছে। অতি শীঘ্রই এটি চালু হবে। আবুল খায়ের গ্রুপ চাঁদপুরসহ দেশের ১৬টি জেলায় অক্সিজেন সহায়তা দিচ্ছে। তাদের প্রতি আমরা কৃতজ্ঞ। এভাবে সরকারের পাশাপাশি বেসরকারি খাত এগিয়ে না আসলে এতোবড় সঙ্কট মোকাবেলা দূরহ হয়ে যাবে। আশা করবো সকল বড় প্রতিষ্ঠানগুলো মানুষের সেবায় এগিয়ে আসবে।
গতকাল শুক্রবার বিকেলে তিনি ভার্চুয়ালি যুক্ত হয়ে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে স্থাপিত লিকুইড অক্সিজেন প্ল্যান্টের অগ্রগতি সম্পর্কে জেনে এসব কথা বলেন। এসময় ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন বাংলাদেশ আ.লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ড. সেলিম মাহমুদ।
লিকুইড অক্সিজেন প্লান্টের কাজের অগ্রগতি পরিদর্শন আসেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. জে আর ওয়াদুদ টিপু, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব নুরুল ইসলাম নাজিম দেওয়ান, চাঁদপুর পৌরসভার মেয়র মো. জিল্লুর রহমান জুয়েল, ফরিদগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট জাহিদুল ইসলাম রোমানসহ আ.লীগের অন্যান্য নেতৃবৃন্দ।
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি আরো বলেন, ইতিমধ্যে আমরা আমাদের অনেক আপনজনকে হারিয়েছি। আমরা চাইনা আর একজন মানুষও হারাতে। সেজন্য আমাদের সকলের প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। আসন্ন ঈদের আনন্দ যেন আমাদের জন্য বেদনার না হয়। আমাদের কারণে যাতে পরিবারের কোনো সদস্যকে হারাতে না হয় সেদিকে খেয়াল রেখে স্বাস্থ্যবিধি মেনে আমাদের চলাফেরা করতে হবে।
তিনি বলেন, চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে স্থাপিত অক্সিজেন প্লান্ট চালু হলে হাসপাতালের দেড়শ’ বেডে অক্সিজেন দেয়া যাবে। এছাড়া সকল উপজেলাতে সিলিন্ডার রিফিল করে সাপ্লাই দেয়া যাবে। এ জন্যে আমি সংশ্লিষ্ট সকলের কাছে কৃতজ্ঞতা জানাই। শুধু সদর হাসপাতালেই নয়, সকল উপজেলার হাসপাতালে করোনা রোগীদের চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে। সে বিষয়ে সিভিল সার্জন কাজ করছেন। এটি করতে পারলে সকল উপজেলায় করোনা রোগীরা আরো বেশি সেবা পাবেন। এ ক্ষেত্রে আমাদের জনবল সঙ্কট হবে না। স্বাস্থ্য মন্ত্রণালয় জনবল নিয়োগসহ অন্যান্য যন্ত্রপাতির ব্যবস্থা করছে। আশা করি দ্রুতই এসব সামগ্রী হাসপাতাল কর্তৃপক্ষের কাছে এসে পৌঁছবে।
সেলিম মাহমুদ বলেন, করোনার সঙ্কট থেকে উত্তরণে সরকার কাজ করে যাচ্ছে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে ভ্যাকসিনের সঙ্কট দূর হয়েছে। বর্তমানে যে ভেরিয়েন্টটি বাংলাদেশে ঢুকেছে তা প্রচন্ডভাবে আমাদের আক্রমণ করছে। এটি মারাত্মক আকার ধারণ করলে অক্সিজেন সঙ্কট দেখা দিতে পারে। সে কারণে সরকার নানারকম উদ্যোগ নিয়েছে।
তিনি আরো বলেন, ডা. দীপু মনি আপা এবং আমার পরামর্শে আবুল খায়ের গ্রুপ আমাদের পাশে দাঁড়িয়েছে। তারা চাঁদপুরে যে অক্সিজেন ব্যাংক করেছে তার মাধ্যমে সকল উপজেলায় অক্সিজেন সাপ্লাই দিতে পারবে। তারা একদিনে ১৪০টি সিলিন্ডার রিফিল করার সক্ষমতা রাখে। এছাড়া তারা ২০০ সিলিন্ডার আলাদা মজুদ রাখবে। এজন্যে আবুল খায়ের গ্রুপ এবং ইউনিসেফকে ধন্যবাদ জানাই।
লিকুইড অক্সিজেন প্ল্যান্টের কাজের অগ্রগতি পরিদর্শন শেষে এক সংক্ষিপ্ত বক্তব্যে জেলা আ.লীগের সহ-সভাপতি ডাঃ জে আর ওয়াদুদ টিপু বলেন, লিকুইড অক্সিজেন প্ল্যান্ট স্থাপনের কাজ শেষ পর্যায়ে। অক্সিজেনের লাইন সরাসরি রোগীদের বেড পর্যন্ত পৌঁছানোর কাজ আশা করছি ঈদের আগেই শেষ হয়ে যাবে। এখনও কিছু কিছু যন্ত্রপাতি স্থাপন স্থাপনের কাজ শেষ না হলেও ঈদের পর সাত দিনের মধ্যে রোগীদের লিকুইড অক্সিজেন প্ল্যান্টের সেবা দেয়া যাবে। ইনসেপ্টা প্রথম ছয় মাস তাদের দায়িত্বে প্ল্যান্ট পরিচালনা করবে। তাদের লোকজন থাকবে তাই পরিচালনার ক্ষেত্রে কোন ধরনের অসুবিধা হবে না। আশা করছি চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের রোগীদের অক্সিজেন নিয়ে কোনো সমস্যায় পড়তে হবে না।
চাঁদপুর পৌরসভার মেয়র মো. জিল্লুর রহমান জুয়েল বলেন, গত বছর আমাদের স্থানীয় সাংসদ শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপির প্রচেষ্টায় ভাষাবীর এম এ ওয়াদুদ ট্রাস্টের মাধ্যমে এবং ব্যক্তিগত অর্থায়ণে এম এ ওয়াদুদ পিসিআর ল্যাবটি পরিচালিত হচ্ছে। এছাড়াও ভাষাবীর এম এ ওয়াদুদ ট্রাস্টের মাধ্যমে হাইপ্রো অক্সিজেন প্ল্যান্ট স্থাপন করা হয়েছে। এখন তিনি রোগীদের নিরবচ্ছিন্ন অক্সিজেন প্রাপ্তির লক্ষ্যে লিকুইড অক্সিজেন প্ল্যান্টের ব্যবস্থা করেছেন। আমরা কৃতজ্ঞ ভাষাবীর এম এ ওয়াদুদ ট্রাস্টের প্রতি। ক্রান্তিকালীণ এই সময়ে চাঁদপুরবাসীর পাশে দাঁড়ানোর জন্য আবুল খায়ের গ্রুপের প্রতিও আন্তরিক কৃতজ্ঞতা জানাই।
এসময় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটোয়ারী, অ্যাড. মজিবুর রহমান ভূইয়া, পৌর আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি রাধা গোবিন্দ গোঁপ, শিক্ষামন্ত্রীর প্রতিনিধি অ্যাডভোকেট সাইফুদ্দিন বাবু, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুল, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন পাটোয়ারী, সাধারণ সম্পাদক রহিম বাদশা, সাবেক সভাপতি শহীদ পাটোয়ারী, সাবেক সাধারণ সম্পাদক এএইচএম আহসান উল্লাহ, চাঁদপুর সরকারি হাসপাতালের আরএমও ডাক্তার সুজাউদ্দৌলা রুবেল প্রমুখ।
উল্লেখ্য, ইউনাইটেড ন্যাশন ইন্টারন্যাশনাল চিলড্রেন্স ইমার্জেন্সি ফান্ড (ইউনিসেফ) এর অর্থায়নে লিকুইড অক্সিজেন প্ল্যান্টের ৫১ লাখ ৬০ হাজার মিলি লিটারের সকল কাজও ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। যার মাধ্যমে একসাথে ১শ’ ৫০ জন রোগীকে অক্সিজেন সেবা দেয়া সম্ভব হবে।