নজরুল ইসলাক আতিক :
পবিত্র ঈদুল আযহায় বাড়ি যেতে পারবনে না সরকারি বেসরকারি কর্মকর্তা ও কর্মচারীরা। ১৩ জুলাই জনপ্রশাসন মন্ত্রনালয় এ নির্দেশনা জারি করা হয়।
মহামারি করোনা ভাইরাসের বিস্তার রোধে মন্ত্রণালয় এই সিদ্ধান্ত নিয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক প্রকাশিত রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব কাজী মোহাম্মদ সাইফুল ইসলাম এর স্বাক্ষরিত ৫,০০,০০০০,১৭৩,০৮,০১৪,০৭-১৫৯(৫০০) নং স্মারকে এ তথ্য জানানো হয়। এতে উল্লেখ করা হয় “সম্প্রতি করোনা ভাইরাসের সংক্রমনের বিস্তার দিন দিন বৃদ্ধি পাওয়ায় আসন্ন পবিত্র ঈদুল আযহার সময় উক্ত সংক্রমনের বিস্তার রোধে সকল সরকারি/বেসরকারি ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানে কর্মরত কর্মকর্তা/ কর্মচারীদের ঈদের সরকারি বা ঐচ্ছিক ছুটিতে আবশ্যিকভাবে কর্মস্থলে অবস্থানের জন্য নির্দেশনা প্রদান করা হলো।”