ইকবাল বাহার
জেলা পর্যায়ে তামাক নিয়ন্ত্রণ বাস্তবায়নে টাস্কফোর্স কমিটির সদস্য ও কর্তৃত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রশিক্ষন ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১১ টায় জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশের সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা প্রশাসক (এডিএম) অসিম চন্দ্র বণিকের পরিচালনায় সেমিনারে ভিডিও কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত সচিব কাজী জেবুন্নেছা।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, তামাকের ক্ষতিকর দিকগুলো নিয়ে কাজ করতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনীতিবিদ ও সকলের সহযোগিতা নিয়ে এগিয়ে যেতে হবে। এছাড়াও মাদক নির্মূলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করতে হবে। জনমনে সচেতনতা বৃদ্ধিতে সবাইকে কাজ করতে হবে।
সভায় সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ বলেন, তামাকের ক্ষতিকর দিক সম্পর্কে আমরা সবাই কম বেশি জানি। কিন্তু এখানে আমরা যারা উপস্থিত হয়েছি আমাদের কি কাজ? তা অবগত হয়ে কাজ করার জন্যই আজকে সবাই একত্রিত হয়েছি। তামাকের কারণে মানুষের কি ধরনের ক্ষতি হচ্ছে, নিয়ন্ত্রণ কেন করা যাচ্ছে না। সরকার এগুলো নিয়ন্ত্রণ করার জন্য কি কি পদক্ষেপ নিয়েছে এগুলোর বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করতে হবে।
তিনি আরো বলেন, আগে দেখতাম ইয়াং জেনারেশন তামাক সেবন করতো কিন্তু বর্তমানে তাদের মানসিকতার একটা পরিবর্তন হয়েছে। তারা এখন লুকিয়ে লুকিয়ে খায়। এটা কিন্তু পরিবর্তনের এবং সচেতনতার লক্ষণ বলা যায়। আমরা ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাদের জরিমানা করার পাশাপাশি তাদের মূল গোড়ায় পরিবর্তন আনতে হবে। তাদের চিন্তা চেতনার পরিবর্তন আনতে হবে। তাদেরকে তামাকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতন করতে হবে। এই সচেতনতাই তাদেরকে তামাক থেকে দুরে রাখতে পারে।
সভায় অন্যদের মাঝে বক্তব্য রাখেন, সিভিল সার্জন সাখাওয়াত উল্লাহ, স্থানীয় সরকার উপ-পরিচালক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তা এ কেএম দিদারুল আলম।
এসময় উপস্থিত ছিলেন, সমাজসেবা অধিদপ্তরের ডিডি, জেলা শিক্ষা অফিসার গিয়াস উদ্দিন, চাঁদপুরের প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন পাটোয়ারী, জেলা ক্রীড়া সংস্থার অফিসার, সাংবাদিকবৃন্দ ও অন্যানারা।