শরীফ আহমেদ:
রুপালী ইলিশের শহর চাঁদপুরের মাছঘাটে ইলিশের আমদানি কম। এতে করে বেড়ে গেছে মাছের দাম ও চাহিদা। চাঁদপুরের পদ্মা মেঘনার নদীতে কাংক্ষিত ইলিশ পাচ্ছে না জেলেরা। যে পরিমান ইলিশ পাওয়া যায় তাতে জ্বালানি তেলের খরচও হচ্ছেনা বলে জেলেরা জানান।
গতকাল শুক্রবার (২৫ নভেম্বর) সকালে জেলেরা ট্রলারে করে সমান্য পরিমান ইলিশ নিয়ে ঘাটে আসছেন। সকালে প্রায় ৩০ থেকে ৩৫ মণ ইলিশ ঘাটে আসছে বলে জানান ব্যবসায়ীরা। ইলিশের আমদানি কম থাকায় ঘাটে মৎস্য ব্যবসায়ী ও শ্রমিকরা অনেকটা অলস সময় কাটাচ্ছেন।
মৎস্য ব্যবসায়ীরা জানান, বর্তমানে ৫০০ থেকে ৭০০ গ্রামের প্রতি কেজি ইলিশ বিক্রি হচ্ছে ৭০০ থেকে ৮০০ টাকা। ৮০০ থেকে ৯০০ গ্রাম ইলিশ বিক্রি হচ্ছে এক হাজার থেকে ১২০০ টাকায়। এক কেজি থেকে দেড় কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ১৩০০ থেকে ১৬০০ টাকায়। তবে সাগর উপক‚লীয় এলাকা থেকে চাঁদপুরের পদ্মা-মেঘনার ইলিশের দাম অনেক বেশি বলে জানান আড়তদাররা।