স্টাফ রিপোর্টার :
চাঁদপুর জেলার ফরিদগঞ্জ ও কচুয়া উপজেলার ইটভাটার মালিকগণের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১৭ নভেম্বর মঙ্গলবার পরিবেশ অধিদপ্তর উদ্যোগে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পরিবেশ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নাজিম হোসেন শেখ|
এসময় সহকারী পরিচালক নাজিম হোসেন শেখ সভায় “ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন, ২০১৯” মোতাবেক ইটভাটা পরিচালনার জন্য ইটভাটার মালিকগণকে অনুরোধ করেন। এছাড়া আইন অনুযায়ী নিষিদ্ধ এলাকায় অবস্থিত ইটভাটার কার্যক্রম বন্ধ করার জন্য বলা হয়।
জানা যায়, সভার বিস্তারিত আলোচনা শেষে “ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন, ২০১৯” মোতাবেক সকল ইটভাটা পরিচালনা, আইন অনুযায়ী নিষিদ্ধ এলাকায় অবস্থিত ইটভাটার কার্যক্রম সম্পূর্ণরুপে বন্ধ রাখা, যে সকল ইটভাটার অনুকূলে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র রয়েছে সেসকল ইটভাটার অনুকূলে প্রদত্ত ছাড়পত্রের মেয়াদ উর্ত্তীণের ০১ (এক) মাস পূর্বে নবায়নের আবেদন দাখিল করা, সকল ইটভাটা পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র এবং জেলা প্রশাসনের ইট পোড়ানো লাইসেন্স গ্রহণপূর্বক পরিচালনা করা, ইটভাটায় মাটির ব্যবহারসহ অন্যান্য বিষয়সমূহ আইন অনুযায়ী পরিচালনা করা সহ কোভিট-১৯ এর রোধে ইটভাটায় কর্মরত শ্রমিকদের মাস্ক পরিধান করার সিদ্ধান্ত গৃহীত হয়।
ইটভাটার মালিকগণের সাথে চাঁদপুর জেলা কার্যালয়ের এ ধরণের মতবিনিময় সভা আয়োজন অব্যাহত থাকবে বলে জানান পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা।