স্টাফ রিপোর্টার:
চাঁদপুর শহরের ওয়্যারলেস বাজার এলাকায় অবস্থিত ইকরা মডেল একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার একাডেমি প্রাঙ্গণে (ক্যাম্পাস-১) এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ভ্যাচুয়ালী প্রধান অতিথির বক্তব্য রাখেন ইকরা মডেল একাডেমি শিক্ষা উন্নয়ন কমিটির সভাপতি ও পৌর মেয়র মোঃ জিল্লুর রহমান জুয়েল।
প্রধান অতিথির বক্তব্য তিনি বলেন, চাঁদপুরে ইকরা মডেল একাডেমি শিক্ষার মান উন্নয়ন করে বরাবার ভালো ফলাফল করে আসছে। আমি বিশ্বাস করি আপনাদের ছাত্র বা সন্তানদের এই বিদ্যালয়ে ভর্তি করাবেন। আমি আশা করি বিদ্যালয়ের শিক্ষকরা ছাত্রদের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দিবেন। এই বিদ্যালয়টি ছাত্র, শিক্ষক এবং অভিভাবকদের সমন্বয়ে আরো বেশি কাক্সিক্ষত ফলাফল অর্জনে এগিয়ে যাবেন। আপনাদের বিদ্যালয়ের জন্য যে কোন প্রয়োজনে আমি এবং আমার পৌরসভা পাশে সাথে থাকবে।
দুই পর্বের অনুষ্ঠানে প্রথম পর্বের উদ্ধোধন ও প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি গিয়াসউদ্দিন মিলন, বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রিয়াদ ফেরদৌস, এসময় সংবর্ধিত অতিথির ক্রেস্ট গ্রহণ করেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সেকশন অফিসার মোঃ বোরহান উদ্দিন।
দ্বিতীয় পর্বের পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা লায়ন মোঃ গোলাম হোসেন টিটুর সংঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইকরা মডেল একাডেমির প্রধান উপদেষ্টা চাঁদপুর কন্ঠের প্রধান সম্পাদক রোটাঃ কাজী শাহাদাৎ, সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক লায়ন আরমান চৌধুরী রবিন, ১৫নং ওয়ার্ড কাউন্সিলর অ্যাডঃ কবির হোসেন চৌধুরী, ১৩নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আলমগীর গাজী, চাঁদপুর রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা মোঃ ওমর ফারুক, রেলওয়ে একাডেমির অধ্যক্ষ মাহমুদা খানম ও চেয়ারম্যান হজরত আলী বেপারী।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষক মিজানুর রহমান, আসমা খানম, আব্দুর রহমান, ফোজিয়া আক্তার, হ্যাপি আক্তার, নাসরিন আক্তার, রেজাউল করিম, সুমিত কুমার, শুভ্র রক্ষিত, রাবেয়া সুলতানা, পপি রানী দেবনাথ, নাজমুন নাহার মিলি, ফিরোজা বেগম, ফারজানা আশ্বাদ রুপা, হাফসা মিম, শিল্পী রানী, শাহিনা নাজনীন ও তন্ময়ী রক্ষিত। দিনব্যাপী অনুষ্ঠানের সমাপনী পর্যায়ে বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে আমন্ত্রিত অতিথিরা পুরস্কার বিতরণ করেন।