স্টাফ রিপোর্টার:
চাঁদপুর প্রেসক্লাব সভাপতি ইকরাম চৌধুরীর চিকিৎসা তহবিলে চাঁদপুর জেলা মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতির নেতৃবৃৃন্দ ১৫ হাজার টাকা অর্থ সহায়তা প্রদান করছেন। গতকাল সোমবার প্রেসক্লাবে গিয়ে নেতৃবৃন্দের হাতে এ অর্থ তুলে দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন চিকিৎসা তহবিল কমিটির আহ্বায়ক ও চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যক্ষ জালাল চৌধুরী, চিকিৎসা তহবিল কমিটির সদস্য সচিব ও চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী, চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এএইচএম আহসান উল্লাহ, জেলা মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতির সভাপতি বিল্লাল হোসেন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, সহ-সভাপতি আবদুল গনি, সহ-সভাপতি আবুল খায়ের মিয়া ও অর্থ সম্পাদক ফয়েজুল হক ফয়েজ।