স্টাফ রিরোর্টার:
গুরুতর অসুস্থ হয়ে শয্যাশায়ী চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ইকরাম চৌধুরীর সুচিকিৎসায় তাঁর চিকিৎসা সহায়তা তহবিলে ৫০ হাজার টাকা প্রদান করেছেন চাঁদপুর চেম্বার অব কমার্স। গতকাল বৃহস্পতিবার ৫০ হাজার টাকার চেক তুলে দেয়া হয় চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এএইচএম আহসান উল্লাহর হাতে। চেম্বারের সভাপতি আলহাজ জাহাঙ্গীর আখন্দ সেলিম, সহ-সভাপতি তমাল কুমার ঘোষ ও পরিচালক গোপাল সাহা এ চেক তুলে দেন। একজন সিনিয়র সাংবাদিকের সুচিকিৎসায় চাঁদপুর চেম্বার এগিয়ে আসায় প্রেসক্লাবসহ চাঁদপুরের সকল সাংবাদিকের পক্ষ থেকে তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়।