খান মোহাম্মদ কামাল :
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার জহিরাবাদ ইউনিয়ন চেয়ারম্যন ও জহিরাবাদ ইউনিয়ন আ’লীগের সাধারন সম্পাদক আলী আক্কাস বাদলের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন সাবেক দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী, বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম। তিনি তার শোক বার্তায় মরহুমের মাগফরিত কামনা সহ শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। একইসঙ্গে দেশবাসীর কাছে মরহুমের জন্য বিশেষ ভাবে দোয়াও কামনা করেন ।
উল্লেখ্য চাঁদপুরের মতলব উত্তর উপজেলার জহিরাবাদ ইউনিয়ন চেয়ারম্যন ও জহিরাবাদ ইউনিয়ন আ’লীগের সাধারন সম্পাদক আলী আক্কাস বাদল ক্যান্সার জনিত কারণে চিকিৎসাধীন অবস্থায় ১১ জুন বৃহস্পতিবার ভোর ৪ টায় ঢাকার তার নিজ বাসায় ইন্তেকাল করেন, (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মরহুম আলী আক্কাস বাদল মতলব উত্তর উপজেলার মাহনপুর ইউনিয়ন পরিষদের স্বর্ণপদক প্রাপ্ত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সামছুল হক চৌধুরী বাবুলের বড় জামাতা। মরহুমের নামাজের জানাজা আজ বৃহস্পতিবার বাদ-আসর উপজেলার জহিরাবাদ ইউনিয়নের নেদামদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হবে। শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।