রহমান রুবেল :
জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট কর্তৃক আয়োজিত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউপি সদস্যগণের জন্য ইউনিয়ন পরিষদ প্রশাসন অবহিতকরণ কোর্স এর উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার (১২ জানুয়ারি) সকাল ১০টায় চাঁদপুর সদর উপজেলা পরিষদের সভাকক্ষে এ অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। কোর্সটি ২টি বিভাগে মোট ৬টি কার্যদিবসের মাধ্যমে পরিচালিত হবে। প্রথম ভাগে আগামী ১৪ জানুয়ারি পর্যন্ত ৭টি ইউনিয়নের অবহিতকরণ কোর্স চলবে এবং দ্বিতীয় ভাগের কার্যক্রম আগামী ১৭ জানুয়ারি রবিবার শুরু হবে বলে জানা গেছে।
এসময় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার সানজিদা শাহনাজ। কোর্স কো-অর্ডিনেটর হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার রফিকুল ইসালাম।এছাড়াও অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ইমরান হোসেন সজীব, ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী, ভাইস চেয়ারম্যান আবিদা সুলতানা, সহকারী শিক্ষা অফিসার দেলোয়ার হোসেন, সহকারি প্রোগ্রামার তথ্য ও যোগাযোগ অধিদপ্তর মোহাম্মদ হারুনুর রশিদ।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ শামীম খান, আশিকাটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিল্লাল হোসেন পাটওয়ারী, কল্যাণপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ শাখাওয়াত হোসেন রনি, রামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আল মামুন পাটোয়ারী, মৈশাদী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান মানিক, শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ স্বপন মাহমুদ, তরপুরচন্ডী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ ইমাম হাসান রাসেলসহ ইউনিয়ন পরিষদের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।