মোহাম্মদ ইকবাল হোসেন:
‘কার্যকর ও জবাবদিহিমূলক স্থানীয় সরকার (ইএএলজি)’ প্রকল্পের আওতায় জেলা পর্যায়ের ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, ইএএলজি প্রকল্পের বার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ ডিসেম্বর) সকালে চাঁদপুর সার্কিট হাউসের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়।সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান।
এসময় তিনি বলেন, হোল্ডিং ট্যাক্স আদায়ের ক্ষেত্রে জনপ্রতিনিধিদের সবসময় অনিহা থাকে। আপনাদের ধারণা যদি জনপ্রিয়তা কমে যায়। এক্ষেত্রে আপনারা কৌশল অবলম্বন করতে পারেন এবং পরিষদের সামনে মেলা করতে পারেন। পরিষদের আয় বাড়াতে ট্র্যাক্সকে গুরুত্ব দিতে হবে।
তিনি আরো বলেন, সার্ভার ঝামেলার কারণে জন্ম নিবন্ধনে সমস্যা হচ্ছে। আশা করি আগামী বছরের শুরুতেই সমস্যাটি সমাধান করা হবে।
সভায় সঞ্চালনা করেন ইএএলজি প্রকল্পের ডিস্ট্রিক্ট ফ্যাসিলিটর নুরউদ্দিন মামুন। এসময় জেলা পর্যায়ের ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, ইএএলজি প্রকল্পের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।