সুমন আহমেদ:
বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য হিসেবে সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রমকে সভাপতি মন্ডলীর সদস্য অন্তর্ভুক্ত করা হয়েছে। শুক্রবার (১৯ নভেম্বর) বিকেল ৪টায় বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বৈঠকে দলের সভাপতি শেখ হাসিনা তাকে প্রেসিডিয়াম সদস্য হিসেবে অর্ন্তভুক্ত করেন। প্রেসিডিয়াম সদস্য হিসেব মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া ছাড়াও আরো ২জনকে মনোনীত করা হয়েছে। এঁরা হলেন-রাজশাহী সিটি করপোরেশনের মেয়র ও রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটন, ও সাবেক খাদ্য মন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম।
এমন সংবাদে নিজ নির্বাচনী এলাকা চাঁদপুর-২ আসনে এলে আনন্দে ফেটে পড়ে নেতাকর্মীরা। এজন্য দলীয় নেতা-কর্মীদের পাশাপাশি জেলার সাধারণ মানুষও বেশ উচ্ছ্বাসিত। সভাপতিমন্ডলীর সদস্য অন্তর্ভুক্তের ঘোষণা করার সঙ্গে সঙ্গে মতলব উত্তরের মোহনপুরে নেতাকর্মীরা জড়ো হতে থাকেন। পরে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়।
মোহনপুর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সামছুল হক চৌধুরী বাবুল বলেন, আমাদের নেতা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম প্রেসিডিয়াম সদস্য নির্বাচিত করায় উপজেলাবাসীর পক্ষ থেকে জননেত্রী শেখ হাসিনাকে জানাই অভিনন্দন। মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মিয়া মো. জাহাঙ্গীর, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর মাস্টার ও সদস্য ও দপ্তরের দায়িত্বে এ্যাড. সেলিম মিয়া ও অভিনন্দন জানান।