শরিফ মজুমদার:
প্রতি বছরের ন্যায় এবছরও আহমদ আলী পাটওয়ারী (রহ:) ওয়াকফ এস্টেট-এর উদ্যোগে শীতার্থদের মাঝে কম্বল বিতরণ করেছে। ২০ ডিসেম্বর রবিবার বাদ মাগরিব কমপ্লেক্সের অফিসে এ কম্বল বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদ কমপ্লেক্স হযরত আহমদ আলী পাটওয়ারী, ওয়াকফ এস্টেটের সম্মানিত মোতাওয়াল্লী হাজিগঞ্জ মডেল সরকারি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সাবেক প্রিন্সিপাল ডক্টর আলমগীর কবির পাটওয়ারী। আরো উপস্থিত ছিলেন হাজিগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদ কমপ্লেক্সের ভারপ্রাপ্ত মোতাওয়াল্লী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক মেধাবী ছাত্র রোটারিয়ান প্রিন্স শাকিল আহমেদ, হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদের খতিব ও জামিয়া আহমদিয়া কওমি মাদ্রাসার মুহতামিম মুফতি আব্দুর রউফ আহমেদ আহমাদ আলী (রহ:), ওয়াকফ এস্টেটের পরিচালক মুফতি শেখ মো: এনামুল হক নাসিরাবাদী সহ কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। অনুষ্ঠানে কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারীসহ অসহায় ব্যক্তিদের মধ্যে কম্বল বিতরণ করা হয়।