এইচ.এম নিজাম
চাঁদপুরে পুলিশের এএসআই-য়ের সাথে ঘটা অনাকাঙ্খিত ঘটনায় আহত আইনজীবীর খোঁজ-খবর নিয়েছেন পুলিশ সুপার মিলন মাহমুদ। এজন্য তিনি গতকাল বুধবার দুপুরে হাসপাতালে যান এবং চিকিৎসাধীন আহত আইনজীবী অ্যাডভোকেট আবদুল্লাহীল বাকীর সার্বিক খোঁজ-খবর নেন। পরে কুশল বিনিময় করে ঘটনা সর্ম্পকে দুঃখ প্রকাশ করেন।
এসময় পুলিশ সুপার মিলন মাহমুদ বলেন, এ ঘটনায় ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। দোষী ব্যক্তির বিরুদ্ধে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছি। কেউই আইনের ঊর্ধ্বে নয়।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আসিফ মহিউদ্দীন, চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের তত্ত্বাবধানে ডা. একেএম মাহবুবুর রহমান, চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুর রশিদ, চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রিয়াদ ফেরদৌস, সহ-সভাপতি এএইচএম আহসান উল্লাহসহ অন্যান্য পুলিশ সদস্য ও চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।