সাগর আচার্য্য:
চাঁদপুর শহরের বাবুরহাট দক্ষিণ আশিকাটি সুকমল কর রামুর বাড়িতে শ্রী শ্রী গীতাযজ্ঞ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার ২য় বারের মতো বিশ্ব শান্তি, মানব কল্যাণ ও বিশ্বব্যাপী ছড়িয়ে পরা মহামারি করোনা ভাইরাস থেকে মুক্তি কামনায় এই শ্রী শ্রী গীতাযজ্ঞ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে এলাকার সনাতন ধর্মাবলম্বীদের অংশগ্রহণ ছাড়াও দূরদূরান্ত থেকে অনেক ভক্ত উপস্থিত ছিলেন।
চট্টগ্রাম সীতাকুন্ডস্থ শংকর মঠ ও মিশন থেকে আগত শ্রীশ্রী গীতাযজ্ঞ অনুষ্ঠানের পৌরহিত্য করেন শ্রীমৎ স্বামী মুক্তানন্দ গিরি মহারাজ, শ্রীমৎ স্বামী উত্তমানন্দ গিরি মহারাজ, শ্রীমৎ জগদীশ্বরানন্দ ব্রহ্মচারী, শ্রীমৎ রুপকানন্দ ব্রহ্মচারী, শ্রীমৎ পুলকানন্দ ব্রহ্মচারী, শ্রীমৎ সচিন ব্রহ্মচারী, শ্রীমৎ অরুন ব্রহ্মচারী ও শ্রীমান দ্বীলিপ চক্রবর্তী। অনুষ্ঠানে গীতা পাঠের মাধ্যমে শ্রীশ্রী গীতার সারমর্ম ভক্তদের মাঝে তুলে ধরেন অনুষ্ঠানে আগত মহারাজগণ।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে দুপুর আড়াইটায় উপস্থিত ভক্তদের মাঝে মহাপ্রসাদ বিতরণ করা হয়।