ইকবাল বাহার:
দেশের শিক্ষার্থীদের কারিগরি শিক্ষায় উদ্ভুদ্ধ করতে বাংলাদেশ সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। সেই ধারাবাহিকতায় দেশের বিভিন্ন জেলা ভোকেশনাল শাখা খোলার উদ্যোগ গ্রহণ করা হয়। এ উপলক্ষে বৃহস্পতিবার (২০ অক্টোবর) দুপুরে চাঁদপুর আল আমিন স্কুল এন্ড কলেজের ৩টি শাখার পরিদর্শন করেন বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ডের সচিব মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান।
পরিদর্শনকালে মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান বলেন, বর্তমান সরকার কারিগরি শিক্ষার প্রসারে বিশেষ গুরুত্বারোপ করেছেন। মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয় এই বিষয়ে নিরলসভাবে কাজ করে করছেন। চাঁদপুরের স্বনামধন্য আল আমিন একাডেমিতে কার্যক্রম চালু করার পরিপেক্ষিতে পরিদর্শন করলাম। এই প্রতিষ্ঠানের সার্বিক পরিবেশ আমার কাছে বেশ সুন্দর লেগেছে।
আল-আমিন একাডেমি স্কুল এন্ড কলেজ অধ্যক্ষ মোঃ সাইফুল ইসলাম বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার তথা শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ডা. দীপু মনি এমপি মহোদয়ের সময়োপযোগী কর্মমুখী শিক্ষাব্যবস্থা বাস্তবায়নের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে আল-আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের সুদক্ষ গভর্ণিং বডির সম্মানিত সভাপতি বিশিষ্ট চিকিৎসক ডাঃ জে আর ওয়াদুদ টিপুর নেতৃত্বে পরিচালিত প্রতিষ্ঠানটির মাধ্যমিক শাখায় কারিগরি শিক্ষা চালু করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। এরই ধারাবাহিকতায় কারিগরি শিক্ষা বোর্ডের নিয়ম অনুযায়ী প্রতিষ্ঠানে পরিদর্শনে আসেন উক্ত শিক্ষাবোর্ডের মাননীয় সচিব আবদুল্লাহ আল মাহমুদ জামান। যিনি ইতিপূর্বে চাঁদপুর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ছিলেন। আমি প্রতিষ্ঠানের পক্ষ থেকে ওনার আগমনকে স্বাগত জানাচ্ছি এবং আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। সাথে সাথে উক্ত কোর্স পরিচালনায় সকলের আন্তরিক সহযোগিতা কামনা করছি।
এসময় উপস্থিত ছিলেন কলেজের টেকনিক্যাল সরকারি স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মাহবুবুর রহমান, আল আমিন স্কুল এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক তাজুল ইসলাম, ছাত্রী শাখার ইনচার্জ নাছরীন পারভীন, কলেজ প্রধান ক্যাম্পাসের সাধারণ শাখার সমন্বয়কারী জাকির হোসেন, বিএমটি শাখার সমন্বয়কারী মো. ইব্রাহীম আল আজাদ, গুণরাজদী শাখার ইনচার্জ ফারহানা আক্তার, গভর্নিং বোর্ডের শিক্ষক প্রতিনিধি মো. মনির হোসেন, প্রাথমিক শাখার ইনচার্জ মোস্তাফিজুর রহমান, কলেজ শাখার আইসিটি প্রভাষক মো. আশ্রাফুল আলমসহ কলেজের শিক্ষকবৃন্দ।
প্রসঙ্গত, চাঁদপুর আল আমিন স্কুল এন্ড কলেজের প্রধান ক্যাম্পাস, ছাত্রী ক্যাম্পাস ও গুণরাজদীসহ ৩টি শাখায় মাধ্যমিক পর্যায়ে কারিগরি শিক্ষা এসএসসি ভোকেশনাল শিক্ষা কার্যক্রম খোলার বাস্তবায়ন করা হচ্ছে।