সম্পাদকীয়
দেশের বেকার সমস্যা দিন দিন প্রকট হচ্ছে। এই সমস্যা নিরসনে সাধারণ জনগণ বিভিন্ন এনজিও সংস্থার উপর নির্ভর করে কর্মসংস্থানের ব্যবস্থা করছে। সেই ব্যবস্থা যদি কারো হয় শেষ সম্বল তাহলে তার জীবনে উপার্জনের একান্ত একমাত্র মাধ্যম নির্ভরতা দাঁড়ায় একটি বস্তুর উপর। সেই উপার্জনের যন্ত্র উপার্জনের মাধ্যম হাতছাড়া হলে তার তো আর কোন সহজ পথ থাকে না। একেতো উপার্জনের মাধ্যম হাতছাড়া হওয়ার উপরন্তু তার এনজিও সংস্থা থেকে উত্তোলিত ঋণের চাপে বেহাল পরিস্থিতিতে পড়তে হয়। এমনই এক কষ্টকর জীবনের ছাপ নেমে এসেছে একজন সাধারণ মানুষের উপর। ৩০ মার্চ দৈনিক শপথ পত্রিকায় প্রকাশ শেষ সম্বল অটোরিকশাটি চুরি হওয়ায় নিঃস্ব শাহাবুদ্দিন। সমাজের নানা ব্যাধির মধ্যে চুরি এখন নিত্য নৈমিত্তিক ঘটনার জন্ম দিচ্ছে। চুরি ছিনতাই ডাকাতি খুন এসব এখন দেশের প্রত্যন্ত অঞ্চলে নিত্য নৈমিত্তিক ঘটনার জন্ম দিচ্ছে। সামাজিক স¤প্রীতির পরিবেশ দিনে দিনে ভেঙে যাচ্ছে। নিত্য নৈমত্তিক ব্যবহার্য দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিকে মানুষ কোনভাবেই সামাল দিতে পারছে না। এরপরেও চুরি ডাকাতির ঘটনা নিঃস্ব মানুষকে আরো নিঃস্ব করে দিচ্ছে। ঋণের বোঝা সইতে না পারা জনগণের উপরে এমন চুরির ঘটনায় আরো নিঃস্ব করে দিচ্ছে। সরকারের প্রশাসনিক ব্যবস্থাপনা জনগণের নিরাপত্তার বিষয়টি প্রতিনিয়ত কলুষিত হচ্ছে। আজ একজন রিক্সা চালকের শেষ সম্পত্তি হারিয়ে তার বেগতিক পরিস্থিতি সৃষ্টি হয়েছে পরিবার-পরিজন নিয়ে তার জীবন যাপনে বড় বাধার প্রভাব পড়েছে। এমন অনেক চুরি ছিনতাই হয়ে যাচ্ছে প্রত্যন্ত অঞ্চলে যাদের ক্ষতি পুষিয়ে ওঠা খুবই কঠিন হয়ে পড়ছে। প্রশাসনের প্রচেষ্টা ভেঙে দিচ্ছে জনগণকে কষ্টের মধ্যে ফেলছে। প্রশাসন যারা তারাও জনগণ ক্ষতিগ্রস্ত হচ্ছে যারা তারাও জনগণ চুরি যারা করছে তারা ও জনগণ বৈচিত্র্যময় জনগণের জীবন যাপনের বৈচিত্র্যময় কর্মপদ্ধতি। প্রতিটি স্তরের জনগণের জীবন সাধারণ জীবনের মতো চলছে না। এক একস্তরের জনগণ এক এক স্তরের জনগণকে সেবা দেবে সেই সেবার মানদÐে পরিপূর্ণতা কতটুকু অপরিপূর্ণতা কতটুকু তার সুফল কুফল দুটাই সমাজে বিদ্যমান রয়েছে। সেবার মান জোরালো করা জরুরী। জনগণকে নিরাপত্তা সেবা বহুমুখী যা আর্থিক নিরাপত্তা সামাজিক নিরাপত্তা এই দুটো একটি আরেকটির সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। ফলে আর্থিক নিরাপত্তা যদি না থাকে সামাজিক নিরাপত্তা কখনোই টিকে থাকবে না। আবার সামাজিক নিরাপত্তা ভেঙ্গে পড়লে আর্থিক নিরাপত্তা ভেঙ্গে পড়বে আর সামাজিক নিরাপত্তা এবং আর্থিক নিরাপত্তা ভেঙ্গে পড়লে যা হয় একটি পরিবারে তা বর্ণনাতীত। সংশ্লিষ্ট প্রশাসন এই বিষয়ে গুরুত্ব দিবে এবং মুখ ফুটে বলা ক্ষতিগ্রস্ত ব্যক্তির প্রতি বিশেষ নজর দেবে বলে সচেতন মহলের দাবি।
আজ,
শনিবার , ১ এপ্রিল, ২০২৩ খ্রিষ্টাব্দ , ১৮ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ
শিরোনাম:
প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।