রিয়াজ শাওনঃ
“মায়ের মমতায় আমরা” এই স্লোগানকে প্রানে ধারণা করে ‘আমার মা ফাউন্ডেশন ‘ সারা বাংলাদেশে বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।
তারই ধারাবাহিকতায় আজ ১৯মে ২০২০ কেরানীগঞ্জের তারানগরে আমার মা ফাউন্ডেশনের মোহাম্মদপুর থানা শাখার আয়োজনে ঈদুল ফিতরের উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
এই কর্মসূচীতে মোট ৩০০(তিন শত) অসহায় দরিদ্র পরিবারের মাঝে খাদ্য বিতরণ করা হয়। আমার মা ফাউন্ডেশন এর মোহাম্মদপুর থানা কো-অর্ডিনেটর মো আবুবকর সিদ্দিকের নেতৃত্বে খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচী বাস্তবায়ন করা হয়। এই সময় মোহাম্মদপুর শাখার পঁচিশজন স্বেচ্ছাসেবী সমগ্র কার্যক্রম বাস্তবতায়নে সহযোগিতা করছেন।
এ বিষয় আমার মা ফাউন্ডেশনের চেয়ারম্যান জি এম কামরুল হাসান বলেন ‘ আমরা সব সময় অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। এ বছর আসন্ন ঈদুল ফিতরের উপলক্ষে ৫০০০ (পাঁচ হাজার)অসহায় বয়স্ক মানুষকে শাড়ী লুংঙ্গী বিতরণ এবং ৩০০০(তিন হাজার) অসহায় মানুষকে ঈদ খাদ্য সামগ্রী উপহার দিয়েছি।
তিনি আরো বলেন ‘করোনা পরিস্থিতিতে আমার মা ফাউন্ডেশন এর উদ্যোগে সামাজিক সচেতনতামূলক কর্মসূচী পালন, করোনা নিরাপত্তায় উপকরণ সামগ্রী বিতরণ, ত্রণ সামগ্রী বিতরণ,নগদ অর্থ প্রদান করে আসছি।
দেশে চলমান করোনা ভাইরাসে সংক্রমণের ঝুঁকির এর মাঝে সর্বোচ্চ সর্তকতা অবলম্বন করে এই খাদ্য বিতরণ করা হয় বলে জানান
আমার মা ফাউন্ডেশন এর চেয়ারম্যান জি এম কামরুল হাসান। এসময় তিনি বলেন, আমার মা ফাউন্ডেশন চলতি সব কর্মসূচীতে সামাজিক নিরাপত্তা নিশ্চিত করেই কাজ করে যাচ্ছে।
কেরানীগঞ্জের তারানগরের কো-অর্ডিনেটর মোঃ আবুবকর সিদ্দিক বলেন’ প্রতিটি পরিবার প্রতি প্রায় ১০০০/- টাকার খাদ্য সামগ্রী বরাদ্দা করা হয়। আমরা আমাদের সার্মথ্য অনুযায়ী কাজ করে যাচ্ছি। সকলের দোয়া ও সাহায্য সহযোগিতার কামনা করছি।