ফাহাদ খাঁন:
আগামী নির্বাচনে গোবিন্দপুর উত্তর ইউনিয়নের পরিষদ ভবনে অবস্থিত নয়াহাট বাজারের আশেপাশের এলাকার জনগণের সঙ্গে বিগত ৫ বছর আমি মিশেছি, বিভিন্ন বিষয়ে শলাপরামর্শ নিয়ে কাজ করেছি। যথাসম্ভব চেষ্টা করেছি ৮ ও ৯নং ওয়ার্ডের জনগণের জন্য কিছু করার জন্য। তারাও আমার পাশে ছিলেন সবসময়। অতীতে যেভাবে সুষ্ঠুভাবে ইউনিয়নের সবকিছু পরিচালনা করেছি, সেভাবে যেন সবার সঙ্গে মিলেমিশে কাজ করতে পারি এজন্য আগামী ৫ জানুয়ারি ভোটের দিনে আপনাদের দোয়া ও সমর্থন চাই নৌকা প্রতীকের জন্য। ১ জানুয়ারি শনিবার বিকেলে ফরিদগঞ্জের নয়াহাট বাজারের চির্কা চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এক কর্মী সম্মেলনে এভাবেই কথাগুলো বলেন, ফরিদগঞ্জের ৯নং গোবিন্দপুর উত্তর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান এবং নৌকা প্রতীকের মনোনয়নকৃত চেয়ারম্যান প্রার্থী সোহেল চৌধুরী। ৮নং ওয়ার্ড আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত নৌকা প্রতীকের কর্মী সম্মেলনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক সাহাজুদ্দিন মিজি রিয়াদের সঞ্চালনায় বক্তব্য রাখেন গোবিন্দপুর উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ডাক্তার মোনায়েম খান, জাপান আওয়ামী লীগের সেক্রেটারি আহসান উল্যাহ, ইউনিয়ন আওয়ামীলীগের কোষাধ্যক্ষ হাজী আবুল কালাম আজাদ রাঢ়ী, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক টিপু সুলতান সরকার, ৮নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি গিয়াসউদ্দিন সরকার, ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি ও ৯নং ইউনিয়নে এমপির প্রতিনিধি পুতুল সরকার, ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাব্বির ছৈয়াল, ইউনিয়ন ছাত্রলীগের মাসুদ আলম পাটওয়ারী।