শাহরিয়ার পলাশ
ইকবাল ভাই ইউএনবির গাজীপুর প্রতিনিধি। মফস্বল সম্পাদক হিসেবে যে কয়েকজন প্রতিনিধির কাজে আমার দৃঢ় আস্থা তাদের মধ্যে তিনি একজন।
যেকোনো তথ্যের ব্যাপারে দ্রুত রেসপন্স করেন তিনি। ভিডিও দরকার, ছবি দরকার, ইজতেমার আখেরি মোনাজাত লাইভ করতে হবে, বলা মাত্রই তিনি সফল।
এসব কারনতো বটেই তিনি আমার কাছে হিরো আরও একটি কারনে। ঘরে তার স্ত্রী ক্যান্সার আক্রান্ত। দীর্ঘদিন ধরেই দেশ-বিদেশে চিকিৎসা চলছে ভাবীর। কিন্তু সেই অজুহাত তিনি কোনদিন দেখান নি। অনবরত কাজ করে চলেছেন তিনি।
গত ১৪ এপ্রিল করোনা পজিটিভ ধরে পড়ে তার। শুনে যেন আকাশ ভেঙ্গে পড়ে আমার মাথায়। বিভিন্ন পরামর্শ দেই যা আমি জানি। তার মনোবল আমাকে আশাবাদী করে তোলে। তিনি, তার পরিবার সবার জন্য দোয়া করি।
ইউএনবির এডিটর মাহফুজ ভাইসহ ইউএনবির ম্যানেজমেন্ট তার শারিরীক অবস্থার নিয়মিত খোঁজ খবর রাখছেন।
দৃঢ় মনোবল এর অধিকারী ইকবাল ভাই গাজীপুরের সব সংবাদ নিয়মিত পাঠাচ্ছেন। আমাদের কাজের কোনো অসুবিধা হচ্ছে না।
ইনশাআল্লাহ আমি আশাবাদী ইকবাল ভাই খুব দ্রুত সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসবেন। আমি অপেক্ষায় আছি যদি আল্লাহপাক আমাদের দুজনকেই সুস্থ এবং এবং স্বাভাবিক রাখেন তাহলে আমি নিজেই গাজীপুর যাব আমাদের হিরোকে অভিনন্দন জানানোর জন্য।